ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বিশ্বকাপে আজ মুখোমুখী বাংলাদেশ-ইংল্যান্ড

বিশ্বকাপে আজ মুখোমুখী বাংলাদেশ-ইংল্যান্ড, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গৌহাটিতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করে টাইগ্রেসরা।

পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পা রাখে বাংলাদেশ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় টাইগ্রেসরা। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। 

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালোভাবে টুর্নামেন্ট শুরু করলে আত্মবিশ্বাস বেড়ে যায়; যা টুর্নামেন্টের বাকি অংশে ভালো করতে দলকে উজ্জীবিত করে।’ বাংলাদেশের মতো দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ডও। গৌহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ইংলিশরা। প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে গুটিয়ে দেন ইংল্যান্ডের বোলাররা। ৭০ রানের টার্গেট ৮৫ বল খরচ করে স্পর্শ করে ফেলে ইংল্যান্ড।

আরও পড়ুন

ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। টি-টোয়েন্টিতেও চারবারের দেখায় ইংলিশদের কাছে চারবার হেরেছে বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন যুদ্ধে চীনের সহায়তা নিয়ে যা জানাল রাশিয়া

বাংলাদেশে ৪ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

এবারে বিসিবি’র ২৫ পরিচালকের ২০ জনই নতুন

গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু

ভবিষ্যত বিএনপি কেমন হবে, জানালেন তারেক রহমান