বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের বিসিবি সভাপতি বুলবুল
_original_1759761654.jpg)
শেষ পর্যন্ত কোনো চমক ঘটেনি বিসিবি নির্বাচনে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর বুলবুলকে আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বী না থাকায়, কার্যত ‘ওয়াকওভার’ পেয়েই তিনি বসেছেন দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ আসনে।
আরও পড়ুনএর আগে একই দিন ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে নির্বাচিত হন বুলবুল। ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ) পর্যায়ে অনুষ্ঠিত ভোটে বুলবুল পেয়েছেন ১৫টি ভোট, যা তাকে সহজ জয় এনে দেয়।
বিসিবির নতুন সভাপতি হিসেবে এখন তার সামনে দায়িত্ব; বাংলাদেশের ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নেওয়ার।
মন্তব্য করুন