ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

এবারে বিসিবি’র ২৫ পরিচালকের ২০ জনই নতুন

এবারে বিসিবি’র ২৫ পরিচালকের ২০ জনই নতুন, ছবি: দৈনিক করতোয়া ।

স্পোর্টস ডেস্ক : এবারের বিসিবি পরিচালনা পর্ষদে নতুনের সমাহার। ২৫ জনের বোর্ডে পুরোনো মুখ মাত্র পাঁচজন; ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, ইফতিখার রহমান মিঠু ও মঞ্জুর আলম। যারা আগে একবার হলেও বোর্ড পরিচালক পদে ছিলেন। কিন্তু বাকি ২০ জন একদমই নতুন। এর মধ্যে ক্যাটাগরি-১ মানে জেলা ও বিভাগ থেকে আমিনুল ইসলাম বুলবুল আর নাজমুল আবেদিন ছাড়া যে আটজন (আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী, রাহাত শামস, শাখাওয়াত হোসেন, মোখলেসুর রহমান ও মোহাম্মদ হাসানুজ্জামান) প্রথমবার বিসিবি পরিচালক হলেন।

অন্যদিকে ক্যাটাগরি-২ তথা ঢাকার ক্লাব কোটায় ইফতিখার রহমান মিঠু ও মঞ্জুর আলম এর আগেও বোর্ডে ছিলেন। বাকি ৯ জন (ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, ফাইয়াজুর রহমান মিতু, আদনান দীপন, আবুল বাশার শিপলু ও এম নাজমুল হোসেন) প্রথম বোর্ড কর্তা হলেন।

আরও পড়ুন

ক্যাটাগরি ১ ও ২ থেকে ১৭ জন নতুন। তার সাথে যুক্ত হবেন আরও তিনজন। একজন ক্যাটাগরি-৩ থেকে খালেদ মাসুদ পাইলট। আর দুজন নতুন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় আরও দুজন; এম ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। মোট ২০ জন নতুন পরিচালক, যারা প্রথমবার বিসিবিতে আসলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ

ভিসা নিয়ে সুখবর দিলো ভারত 

নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চায় জামায়াত

নওগাঁ সাপাহারে আম বাগান থেকে অজ্ঞত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নারীরা বয়সে যত বড় হন, তত সুন্দর হয়ে ওঠেন : কেট উইন্সলেট

আসছে নতুন দুই টিভি চ্যানেল, লাইসেন্স পেলেন যারা