ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

প্রধানমন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করল হুতিরা

প্রধানমন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করল হুতিরা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিশ্চিত করেছে যে, তাদের স্বঘোষিত প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাওয়ি ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন।

ইরান-সমর্থিত গোষ্ঠীটি জানায়, বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলা চালালে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। আইডিএফ জানায়, রাহাওয়িস শীর্ষ কয়েকজন হুতি নেতাকে বিমান হামলা চালিয়ে শেষ করে দেওয়া হয়েছে।  

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমের বড় অংশ নিয়ন্ত্রণ নেয় এবং তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে, যার ফলে গৃহযুদ্ধ শুরু হয়। হুতিরা জানায়, রাহাওয়ির সঙ্গে আরও কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন। তাদের নাম প্রকাশ করা হয়নি। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথ জানিয়েছে, নিহতদের মধ্যে হুতিদের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিচারমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রী, সামাজিক কল্যাণ ও শ্রমমন্ত্রী রয়েছেন।

হুতিপ্রেসিডেন্ট মাহদি আল-মাশাতের দপ্তর জানিয়েছে, হামলায় আরও কয়েকজন মন্ত্রী আহতও হয়েছেন। এতে আরও বলা হয়, হুতি উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহ রাহাওয়ির দায়িত্ব নেবেন।

আরও পড়ুন

রাহাওয়ি ২০২৪ সালের আগস্ট থেকে পদে ছিলেন এবং তাকে মূলত আন্দোলনের প্রতীকী নেতা হিসেবে দেখা হতো। তিনি সামরিক অভিযানের পরিকল্পনাকারী মূল সিদ্ধান্ত গ্রহণকারী চক্রের অংশ ছিলেন না।

হুতিদের সর্বোচ্চ নেতা আবদুল-মালিক আল-হুতি, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান এই হামলায় হতাহতদের মধ্যে নেই বলে উল্লেখ করা হয়েছে। আইডিএফ শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্য পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তারা হামলা চালায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা