ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

পাবনায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

পাবনায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : পাবনার সাধুপাড়ায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে সুবেল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে সদর উপজেলা দোগাছি ইউনিয়ন দক্ষিণ চর-সাধপাড়া ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। নিহত রায়হান শেখ আকাশ (২৩) পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের দ্বিতীয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সে দক্ষিণ চর-সাধপাড়া এলাকার মো. সোহেল শেখ ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় মুক্তার নামে এক ব্যক্তির স্ত্রী কাজ করে বাড়ি ফেরার পথে মিল্লাত নামে এক যুবক উত্ত্যক্ত করে, আকাশ তার প্রতিবাদ করে। এ নিয়ে বিরোধ চলছিল। গতকাল রাতে মিল্লাত, আব্দুর রশিদ ও রাজু পূর্ব পরিকল্পিতভাবে আকাশকে কুপিয়ে গুরুতর যখন করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানার মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুবেল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু ছেলে আহত

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

আ. লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে : ডা. জাহিদ

রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের ২৭ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০

জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত