ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

আ. লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে : ডা. জাহিদ

আ. লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে : ডা. জাহিদ

আওয়ামীলীগ যে অপরাধ করেছে, সে জন্য তাদের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. এ জেড এম জাহিদ হোসেন। আজ বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আজহার শফিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ২৪ এর হত্যাকাণ্ড, গত ১৫ বছরে তারা দিনের ভোট রাতে করেছে, এর জন্য তাদের অনুশোচনা হবে না, এটাতো হতে পারে না। আওয়ামী লীগকে জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না।

তিনি বলেন, বিএনপি সবসময় একটা কথা বলে আসছে, এই যে গণহত্যাকারী এবং তাদের যারা আদেশ দিয়েছেন, তাদের আইনের আওতায় এনে যথাযথ বিচার করতে হবে। সেটা সাবেক প্রধানমন্ত্রী হোক, তার দলের বড় বড় নেতারা হোক, অথবা দলের অন্যান্য যে কর্মীরা আছেন তারা হোক। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা অতি উৎসাহী হয়ে এতে ইন্ধোন দিয়েছেন, তাদেরও বিচার করতে হবে।

আরও পড়ুন

বিএনপি নেতা বলেন, কোনো অবস্থাতেই যারা গণহত্যাকারী, গণদুশমন, যারা মানুষকে গুম করেছে, নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, বাইরের দেশে সম্পদ পাচার করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে ভ্যানচালকের ঘুষিতে একজনের মৃত্যু গ্রেফতার ৩

অশুভ চক্রের চক্রান্ত ঠেকাতে মণ্ডপ পাহারা দিচ্ছে দেশের মানুষ: ফখরুল

প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

‘এনসিপিকে শাপলার পরিবর্তে কাপ-পিরিচ, থালাবাটি প্রতীক দিতে চাইছে ইসি’

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের গ্রেফতার ৩

বিএনপি শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী - মোশারফ হোসেন