বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু ছেলে আহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাহেরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে সাইফুল ইসলাম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের তিরাইল বিশ্বা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাহেরা খাতুন ওই গ্রামের ইসলাম হোসেনের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শেরপুরে টানা বৃষ্টিপাতের কারণে বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নেমে গেলে সকালে বাড়ির আঙিনা পরিষ্কার করছিলেন মা-ছেলে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার স্পর্শ করলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ছাহেরা খাতুন মারা যান।
আরও পড়ুনআহত ছেলে সাইফুল ইসলাম শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন