বগুড়া প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান আগামী ৬ সেপ্টেম্বর

বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। সভার প্রথমে আগের সভার সিদ্ধান্ত পাঠ করেন সাইফুল ইসলাম, যা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। সভায় ৩০ আগস্টের পরিবর্তে আগামী ৬ সেপ্টেম্বর বগুড়া প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ ও মির্জা সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, কোষাধক্ষ্য তানভির আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন, নির্বাহী সদস্য এড. আব্দুর মান্নান, আব্দুর রহিম বগরা, শামিম আহম্মেদ, গোলজার হোসেন মিঠু, শাহ আলম শেখ মুক্তার, সাহেদুজ্জামান সিরাজ বিজয়, হারুন উর রশিদ তালুকদার। এছাড়াও সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
আরও পড়ুনমন্তব্য করুন