ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে অবরোধ স্থগিত 

খাগড়াছড়িতে অবরোধ স্থগিত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: খাগড়াছড়িতে মঙ্গলবার রাত ১১টা থেকে সড়ক অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে ‘জুম্ম ছাত্র জনতা’। ওই ঘোষণার পর সড়কে যান চলাচল শুরু হয়েছে। দোকানপাট খুলেছে। স্বাভাবিক হচ্ছে জনজীবন। কিন্তু এখনও প্রত্যাহার হয়নি ১৪৪ ধারা। ফলে কিছুটা নিয়মকানুনের মধ্যেই থাকতে হচ্ছে খাগড়াছড়িবাসীকে।

বুধবার সকালে সাংবাদিকের সাথে কথা হয় খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া এলাকার বাসিন্দা সানু মং মার্মা, সাজাই মারমা, নতুনপাড়া এলাকার রিংকু চাকমা, খাগড়াপুরের বিপ্লব ত্রিপুরা, খাগড়াছড়ি বাজারের ব্যবসায়ী আইয়ুব আলী ও রমজান আলীর সঙ্গে। তারা প্রত্যেকে অবরোধ প্রত্যাহার হওয়ায় খুশি। দ্রুত ১৪৪ ধারা প্রত্যাহারের অনুরোধ জানান তারা।এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার গণমাধ্যমে বলেন, ‘অবরোধ প্রত্যাহার হয়েছে। তবে স্বাভাবিক অবস্থা ফিরছে কিনা তা যাচাই সাপেক্ষে এবং পরিস্থিতি বিবেচনা করে ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন।’

তিনি শান্তিপূর্ণ জীবন যাপনে সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

প্রসঙ্গত, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কয়েকদিন ধরে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। শুরু হয় সড়ক অবরোধ। ১৪৪ ধারা জারি করে প্রশাসন। অবরোধের ঘটনায় গুইমারায় সহিংসতায় তিন জন মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু ছেলে আহত

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

আ. লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে : ডা. জাহিদ

রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের ২৭ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০

জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত