নওগাঁর রাণীনগরে ট্রাক্টর থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ট্রাক্টার থেকে পড়ে সাজেদুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে গোনা-লক্ষ্মিপুর সড়কের মদনশাহ পুকুর নামক স্থানে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ট্রাক্টর রেখে চালক পালিয়ে যায়।
জানা যায়, আত্রাই উপজেলার মিরাপুর গ্রামের জামিল হোসেনের ছেলে সাজেদুল ইসলাম (১৩) অভাবের তাড়নায় ওই ট্রাক্টারে কিছু টাকার আশায় কাজ করতো। গতকাল শনিবার দিবাগত রাত ৩ টায় আত্রাই উপজেলার বকুলতলী নামক স্থানে বিরেন পালের ভাটা থেকে ইট বোঝায় করে সাজেদুলের নানা আকবর ও চালকসহ তিনজনে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাপাপুর নামক স্থানে ইট পৌঁছে দিতে যায়।
সেখান থেকে ফেরার পথে ট্রাক্টারের চাকার বাংকারের ওপরে বসে সাজেদুল বাড়ির দিকে আসছিলো। দুপুর ২টার দিকে গোনা লক্ষিপুর সড়কের মদনশাহ পুকুর নামক স্থানে পৌঁছালে ঘুম ঘুম অবস্থায় ট্রাক্টারের বাংকার থেকে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে জানায় ট্রাক্টরের আরেক সহযোগী আকবর হোসেন।
আরও পড়ুনরাণীনগর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন