ভিডিও শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

‘কালবেলা’র পুলিশ অফিসারের ভূমিকায় দুর্দান্ত অলংকার

অলংকার চৌধুরী।

অভি মঈনুদ্দীন ঃ বিগত তিন/চার বছরে যে’কজন নবাগত অভিনয় শিল্পী আলোচনায় এসেছেন তাদের মধ্যে ঢাকার মেয়ে অলংকার চৌধুরী’ও একজন। সৌমিত্র ঘোষ ইমনের হাত ধরে ইমরান ও বৃষ্টি’র গাওয়া ‘বায়না’ গানে একজন মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে মিডিয়াতে অলংকারের যাত্রা শুরু হয়। এরপর ইমনেরই পরিচালনায় ‘ওয়াইফ যখন হাজব্যাণ্ড’ নাটকে অভিনয় করেন তিনি।

তবে মূলত অভিনয় করে আলোচনায় আসেন অলংকার রেজা মাহমুদের ‘ভালো রেখো তোমায়’ নাটকে অভিনয় করে। এটি ছিলো একটি স্কুল জীবনের প্রেমের গল্পের নাটক। যে কারণে নাটকটি বেশ সাড়া ফেলেছিলো। একই পরিচালকের ‘প্রেম মানে তুমি’ নাটকে অনবদ্য অভিনয় করে আলোচনায় আসেন তিনি। বর্তমানে দর্শকের কাছে তিনি যেমন প্রিয় হয়ে উঠেছেন। পরিচালকদেরও তাকে নিয়ে নাটক নির্মাণের আগ্রহ বেড়েছে প্রবল। আর সাম্প্রতিক সময়ের কাজের মধ্যে অলংকার অভিনীত আশরাফ ব্যাকুল রচিত ও পরিচালিত ‘কালবেলা’ নাটকে অভিনয় করে ভূঁয়শী প্রশংসিত হচ্ছেন। এএসপি সুমাইয়া রূপা’র ভূমিকায় তার দুর্দান্ত অভিনয় দর্শককে মুগ্ধ করছে। নাটকটি গত ২৪ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশের পরই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন,‘ আমার বিশ্বাস ছিলো নাটকটি দর্শকের মধ্যে সাড়া ফেলবে। কারণ একজন শিল্পী হিসেবে কাজ করার সময় অন্ততঃ এতোটুকু বুঝতে পারি কোন কাজটা ভালো হচ্ছে, কোন কাজটা বেশি ভালো হচ্ছে। আশরাফ ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তিনি খুউব যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। বলা যায় তার প্রতিটি নাটকে অভিনয় করে আমি বেশ সাড়া পেয়েছি। কালবেলা নাটকে অভিনয় করেও আমি বেশ সাড়া পেয়েছি। একজন পুলিশ অফিসারের ভূমিকায় যতোটা সচেতনভাবে নিজের চরিত্রে অভিনয় করা যায়, সংলাপ বলা যায় এবং নিজেকে যতেটা পারফেক্টলি উপস্থাপন করা যায় আমি সেই চেষ্টাটাই করেছি শতভাগ। আমার বিশ্বাস এই নাটকের দর্শকপ্রিয়তা আরো অনেক বাড়বে। দর্শকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো। অভিনয়ের প্রতি অলংকারের দিন দিন যেন প্রেম-ভালোবাসা বেড়ে যাচ্ছে। যে কারণে এখন গল্প’র প্রতি যেমন আরো মনোযোগী হয়ে উঠার চেষ্টা করছেন ঠিক তেমনি চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও বেশ ভাবছেন তিনি। অলংকারের মা বীথি আক্তার উর্মি নিজের মেয়ের জন্মের পর নিজের জীবনের অলংকার ভেবেই মেয়ের নাম রাখেন অলংকার। সেই অলংকারই তার জীবনের অলংকার হয়েই যেন জীবনকে পরিপূর্ণ করছেন।

আরও পড়ুন

অলংকার আরো বলেন,‘ আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো সৌমিত্র ঘোষ ইমন দাদার প্রতি। তার কারণে এবং আমার শতভাগ চেষ্টায় আজকের আমার আমি হয়ে উঠা।’ সাম্প্রতিক সময়ে অলংকার আঁখি আলমগীরের ‘জানের জান’, তশিবার ‘দিলের টুকরা’ ও আকাশ মাহমুদ-কলি সরকারের ‘পাগলা পাগলী’ গানে দারুণ পারফর্ম করে আলোচনায় রয়েছেন। ছবি ঃ গোলাম সাব্বির

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে নীল দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের কদর দেশ ও বিদেশে বৃদ্ধি পাচ্ছে

বিশ্বমানের চক্ষু চিকিৎসায় ধানমন্ডিতে এরিস্টো আই হসপিটাল উদ্বোধন

গ্যাস সংকটের সমাধান

চাল রপ্তানি নিয়ন্ত্রণে নতুন নিয়ম জারি

রংপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বদলি

বগুড়ার শাজাহানপুরের মন্ডপে মন্ডপে চলছে রং তুলির কাজ