কুষ্টিয়ায় ছেলের আঘাতে বাবার মৃত্যু, পরে ছেলের আত্মহত্যা

কুষ্টিয়ায় ছাগল বিক্রির টাকা নিয়ে তর্ক-বিকর্তের একপর্যায়ে ছেলের আঘাতে বাবা শম্ভুচরণ বিশ্বাস (৮০) মারা যান। এ ঘটনা ছেলে সহ্য করতে না পেরে ছেলে বিজয় কুমার (৩২) আত্মহত্যা করেন।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শম্ভুচরণ বিশ্বাসের বাড়িতে পোষা একটি ছাগল বিক্রির টাকায় ছেলে বিজয় কুমার পূজার কেনাকাটা করেন। কিন্তু পরবর্তীতে আরও টাকার প্রয়োজন হওয়ায় বিজয় বাবা শম্ভুচরনের কাছে টাকা দাবী করেন। এ সময় বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনাবশতঃ ছেলে বিজয় তার তার বাবা শম্ভুচরনকে আঘাত করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর স্থানীয় পল্লী চিকিৎসকের অধীনে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। এদিকে বাবার মৃত্যু খবর সহ্য করতে না পেরে পরের দিন শুক্রবার ছেলে বিজয় কুমার (৩২) আত্মহত্যা করেন। এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
আরও পড়ুনমন্তব্য করুন