ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

শাকিব খানকে বিশ্বের অনেকেই চেনে : তমা মির্জা

তমা মির্জা ও শাকিব খান

দেশীয় সিনেমার আলোচিত চিত্রনায়িকা তমা মির্জা। অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। ‘দাগী’ চলচ্চিত্রের সাফল্যের পর এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। দীর্ঘ বিরতির পর নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন তিনি।যা তার আগের কাজগুলোকে ছাড়িয়ে যাবে বলে মনে করেন।

 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তমা মির্জা তার আসন্ন চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, আমার মনে হয়, সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি, আমার লিস্টে নিয়ে এসেছি এবং শিগগিরই আপনারা জানতে পারবেন।’

শাকিব খানের প্রশংসা করে তমা বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের যেমন বিশ্বে চিনে, সেরকম এখন আরেকজনকে বিশ্বের অনেকেই চিনে—সেটা হলো শাকিব খানকে।

নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে তমা জানান, তিনি শুধু বর্তমানের সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না। তার ইচ্ছা, ভবিষ্যতে যখন হয়তো কাজ কমে যাবে, তখনও যেন মানুষ তাকে তার ভালো কাজের জন্য মনে রাখে।

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমার একটাই ইচ্ছা যে, হয়তো অনেক বছর পরে নানা কারণে কাজ নাও হতে পারে। তখনও যেন এখন যেমন দর্শক আমাকে ভালোবাসছে, আমার কাজ দেখে প্রশংসা করছে।ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে পারছি, এখন যেন আরও এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারি এবং সেগুলো কাজ যেন বেঁচে থাকে, সেই কাজ দিয়েই যেন মানুষ আমাকে মনে রাখে।’

 

প্রসঙ্গত, ২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে তমা মির্জার। এ ছাড়া শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ ছবিতে অভিনয় করে পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে ফসল রক্ষায় আলোক ফাঁদ