ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী আফরোজা বেগম ।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী আফরোজা বেগমের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের জনসংযোগ বিভাগ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, ২০০৪ সালের দুদক আইনের ২৬(১) ধারার অধীনে এই নোটিশ জারি করা হয়েছে।

কমিশনের উপপরিচালক শেখ গোলাম মাওলার সই করা একটি চিঠি নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

 

চিঠিতে বলা হয়, দেশে আহমেদ আকবর সোবহানের ২৫২ কোটি ২২ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ আছে এবং আফরোজা বেগমের ৪৫৩ কোটি ১২ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ আছে।

আরও পড়ুন

চিঠিতে আরও বলা হয়, এই দম্পতি যৌথভাবে আড়াই লাখ মার্কিন ডলার খরচ করে সেন্ট কিটস ও নেভিসের নাগরিকত্ব অর্জন করেছেন এবং ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ এবং আইল অফ ম্যানে নিবন্ধিত কোম্পানির অধীনে সুইজারল্যান্ডের লুগানোতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থপাচার করেছেন।

এতে আরও বলা হয়, অভিযুক্তরা নিজের নামে অথবা তাদের কর্মীদের নামে দেশে ও বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পত্তি গড়েছেন। এসব সম্পদ অসাধু উপায়ে অর্জিত হয়েছে বলে মনে হয় এবং তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ ব্যাংকের যথাযথ অনুমোদন না নিয়ে তারা অবৈধভাবে সেন্ট কিটস ও নেভিসে অর্থ স্থানান্তর করেছেন এবং ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ এবং আইল অফ ম্যানে নিবন্ধিত কোম্পানির অধীনে সুইজারল্যান্ডের লুগানোতে অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থপাচার করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জাহিদ

রাজশাহীতে দুই সহযোগীসহ গ্রেফতার অনিন্দ্য ৫ দিনের রিমান্ডে

ভোরের দর্পণ পত্রিকার বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার ইলিয়াসের মায়ের ইন্তেকাল

সালাহ্উদ্দিন লাভলুর নুতন ধারাবাহিক ‘ফুলগাঁও’তে তারা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তিন থানায় নতুন ওসি

র‌্যাব-১৩’র অভিযানে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেফতার