নাটোর-৩ আসনে জামায়াতের প্রার্থী প্রফেসর সাইদুর রহমান

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোর-৩ (সিংড়া) আসনে প্রফেসর সাইদুর রহমানকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম এ ঘোষণা করেন।
প্রফেসর সাইদুর রহমান জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি নাটোর নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।
প্রফেসর সাইদুর রহমান বলেন, আমাকে নাটোর-৩ সিংড়া আসনে প্রার্থিতা ঘোষণা করায়, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জনগণের জন্য কাজ করতে চাই। বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। সিংড়ার মানুষের উন্নয়নে নিজেকে সোপর্দ করতে চাই।
আরও পড়ুনআমি নেতা হতে চাই না, মানুষের সেবক হতে চাই। আমি সেবক হয়ে সিংড়াবাসীর জন্য নিজেকে সোপর্দ করতে চাই। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।
মন্তব্য করুন