রংপুর গ্রুপের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র কর্মকর্তা ও পরিচালকবৃন্দের সাথে রংপুর গ্রুপের সদস্যদের মতবিনিময় সভা গত রোববার সন্ধ্যায় রংপুর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আনান সিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রংপুর চেম্বারের পক্ষে উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, সহ-সভাপতি মোঃ জুলফিকার আজিজ খান ও পরিচালকবৃন্দ এবং রংপুর গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল আলম আল আমিনসহ গ্রুপের পরিচালকবৃন্দ। মতবিনিময় সভায় রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকার রংপুর বিভাগের মানুষের জীবন-জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে রংপুর গ্রুপের নতুন প্রকল্পের উদ্যোগ তুলে ধরেন। সভায় রংপুর চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়। এর আগে রংপুর গ্রুপের কর্মকর্তাবৃন্দ চেম্বার নেতৃবৃন্দকে সম্মাননা জানান।
আরও পড়ুনমন্তব্য করুন