ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

অবৈধ মজুদদারদের ছাড় দেওয়া হবে না : খাদ্য ও ভূমি উপদেষ্টা

অবৈধ মজুদদারদের ছাড় দেওয়া হবে না : খাদ্য ও ভূমি উপদেষ্টা। ছবি : দৈনিক করতোয়া

দিনাজপুর জেলা প্রতিনিধি : খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সারা দেশে গত ১৭ আগষ্ট থেকে ৫৫ লাখ জনসাধারণের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। ফলে দেশের সর্বত্রই চালের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) বেলা ২টায় দিনাজপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে উপদেষ্টা আলী ইমাম মজুমদার তার বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রি কার্যক্রমে শুধু রংপুর বিভাগের ৮টি জেলায় তালিকাভুক্ত ডিলারদের মাধ্যমে ১০ লাখ জনসাধারণের মাঝে ১৫ টাকা কেজি দরে সপ্তাহের ৫ দিন চাল বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজন হলে এই বিভাগে খাদ্যবান্ধব কর্মসূচির আওতার পরিমাণ আরো বাড়ানো হবে বলে তিনি ঘোষণা দেন।

তিনি বলেন, রংপুর ও রাজশাহী বিভাগ দেশের খাদ্যভান্ডার হিসেবে বিবেচিত করা হয়। চলতি বছর দেশের স্মরণকালের সবচেয়ে বেশি ধান-চাল ক্রয় কার্যক্রমে সংগ্রহ অভিযান সফল করা হয়েছে। সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। খাদ্যের বাজারে যাতে কোন সংকট সৃষ্টি না হয়।

এ জন্য চাল আমদানি করতে অনুমতি দেওয়া হয়েছে। ইতোমধ্যেই বেশ কিছু চাল আমদানিকারক স্থলবন্দর দিয়ে আমদানি করতে সক্ষম হয়েছে। যদি কোন লাইসেন্সবিহীন ব্যবসায়ী অবৈধভাবে খাদ্যদ্রব্য মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির  চেষ্টা করে, ওই সব অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযানসহ আইনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কোন অবৈধ মজুদদারকে কোনভাবে ছাড় দেবো না।

আরও পড়ুন

তিনি বলেন, বর্তমান বাজারে ধানসহ সব ধরনের খাদ্যদ্রব্য উৎপাদনে কৃষকের খরচ বেড়ে গেছে। সে বিবেচনায় আমরা কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ও ব্যবসাহীদের কাছ থেকে চাল ক্রয় করছি। যাতে কেউ বঞ্চিত না হয়, সে বিষয়টি আমরা বাস্তবায়ন করছি বলে আশ্বস্ত করেন। এর আগে বেলা ১১ টায় উপদেষ্টা আলী ইমাম মজুমদার দিনাজপুর জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের আয়োজনে স্থানীয় সার্কিট হাউস প্রাঙ্গণে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে দেশের খাদ্যের বাজার দর নিয়ন্ত্রণে মতবিনিময় সভা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাছনাত হুমায়ুন কবির ও রংপুর বিভাগীয় খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম। এছাড়া রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক এবং জেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা, পুলিশ সুপার মোঃ মারফাত হোসাইন ও রংপুর বিভাগীয় খাদ্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের আঞ্চলিক রক্ষণা-বেক্ষণ প্রকৌশলী মোঃ আরশাদ আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ। সভা পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা