ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

চা দিতে দেরি হওয়ায় ছুরিকাঘাতে এক রেস্টুরেন্ট কর্মচারীকে হত্যা

চা দিতে দেরি হওয়ায় ছুরিকাঘাতে এক রেস্টুরেন্ট কর্মচারীকে হত্যা

সিলেটে চা দিতে দেরি হওয়ায় বাগবিতণ্ডার পরে ছুরিকাঘাতে এক রেস্টুরেন্ট কর্মচারীকে হত্যা করা হয়েছে।

আজ রোববার (১৩ জুলাই) সকাল ৯টায় নগরীর কাজিরবাজার মাছ বাজার এলাকার এ ঘটনা ঘটে।

নিহতের নাম দিনার আহমদ রুমন (২২)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শবদুলপুর গ্রামের মৃত তকলিছ আহমদের ছেলে।

রেস্টুরেন্টের পার্শ্ববর্তী ব্যবসায়ী ও পুলিশ জানান, সকাল ৯টার দিকে রেস্টুরেন্টে এক যুবক চা পান করতে আসেন। এসময় চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্টের কর্মচারী রুমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তখন রেস্টুরেন্টের মালিক ও আশপাশের লোকজন তাদের শান্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এর কিছু পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে এনে রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঘটনার পর ওই এলাকায় গিয়ে রেস্টুরেন্টটি বন্ধ পাওয়া যায়। রেস্টুরেন্ট মালিক নিরু মিয়া মোবাইলে বলেন, চা দিতে দেরি হওয়ায় এক যুবকের সঙ্গে তর্ক হয়। বিষয়টা সমাধান করার কিছু পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে এনে রুমনকে ছুরিকা্ঘাত করে পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, হামলাকারীর পরিচয় এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

রংপুরের বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলের মানুষের জীবন বাজি রেখে প্রতিদিন নৌ-পথে যাতায়াত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেফতার

বেরোবি ক্যাম্পাসে ৬২ ঘণ্টা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নছিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত