বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক যুব কাউন্সিলে সিরাক-বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক যুব কাউন্সিলে নির্বাচিত হয়েছে সিরাক-বাংলাদেশ। ২০২৫–২৬ মেয়াদে প্রথমবারের মতো গঠিত এই কাউন্সিলের মাধ্যমে আঞ্চলিক স্বাস্থ্য বিষয়ক অগ্রাধিকারের পাশাপাশি জাতীয় পর্যায়ের কর্মসূচিতেও সরাসরি তরুণদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি যুক্ত হবে।
সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত এই কাউন্সিলে সংস্থাটির প্রতিনিধিত্ব করবেন। তিনি বলেন, “এটি যুব নেতৃত্বাধীন প্রমাণভিত্তিক উদ্যোগকে উচ্চপর্যায়ে তুলে ধরার এক সময়োপযোগী সুযোগ। আমরা চাই প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে স্বাস্থ্য অধিকারকে একীভূত করতে, জবাবদিহিতা জোরদার করতে এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কমিউনিটির অভিজ্ঞতাকে নীতিতে প্রতিফলিত করতে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক এই যুব কাউন্সিল গঠন স্বাস্থ্য সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অর্থবহ অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এর মাধ্যমে আঞ্চলিক কৌশল ও কর্মসূচিতে অবদান রাখার জন্য একটি কাঠামোবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সিরাক-বাংলাদেশ তাদের সর্বজনীন স্বাস্থ্যসেবা, অ্যাডভোকেসি, স্বাস্থ্য অধিকার এবং সামাজিক জবাবদিহিতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় যুবকণ্ঠকে আঞ্চলিক পর্যায়ের প্ল্যাটফর্ম ও বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করবে। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র স্বাস্থ্য নীতি ব্যবস্থায় যুব অংশগ্রহণকে অন্তর্ভুক্ত করার বিস্তৃত প্রচেষ্টার একটি অংশ।
আরও পড়ুনউল্লেখ্য, সিরাক-বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে তরুণ নেতৃত্ব ও অধিকারভিত্তিক সংগঠন হিসেবে বাংলাদেশের তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে।
মন্তব্য করুন