ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

সন্ধ্যা নদীতে ট্রলার দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

সন্ধ্যা নদীতে ট্রলার দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর খেয়া পারাপারের সময় দুই ট্রলারের সংঘর্ষে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বেপারী (৮৫) নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সন্ধ্যা নদীর খেয়া পারাপারের সময় এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী ও খেয়াযাত্রী মো. কালামসহ একাধিক ব্যাক্তি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সন্ধ্যা নদীর পূর্বপার বন্দর বাজার সংলগ্ন ফেরীঘাট থেকে খেয়া যাত্রী মো. রুবেল অর্ধশতাধিক যাত্রী নিয়ে পশ্চিম তীরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক দান্ডয়াট ফেরীঘাট থেকে ছেড়ে আসা খেয়াচালক অব্দুর রহিমের ট্রলারের সঙ্গে মাঝ নদীতে সংঘর্ষ হয়। 

এতে রহিমের ট্রলারে থাকা যাত্রী উপজেলার গরোৎদ্দার এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বেপারী, সুনিল বড়াল ও পারভীন আক্তার সহ অন্তত ৫ জন আহত হন। 

আরও পড়ুন

দুই ট্রলারের অপর যাত্রী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডাক্তার আব্দুল মান্নান বেপারীকে মৃত ঘোষণা করেন এবং অপর দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

থানার ওসি মো. মোস্তফা বলেন, ট্রলার দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বেপারীর পরিবার থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে তার ছেলে সুমন বেপারী বাবার লাশ বাড়ি নিয়ে যান। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার বাবাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত