সংবাদ সম্মেলন
বগুড়ার অন্বেষা ক্লিনিকের দ্বন্দের অবসান চান মালিকরা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের যৌথ মালিকানার একটি বেসরকারি হাসপাতালের দ্বন্দ্ব নিরসনে পরিচালক কর্তৃক ১০ লাখ টাকার চেক প্রদান এবং উক্ত হিসেব থেকে টাকা উত্তোলন করতে না পারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অন্বেষা হসপিটাল এন্ড ডায়াগনস্টিকের পরিচালক দাবিদার মোমিনুর ইসলাম।
এসময় তিনি বলেন, হাসপাতাল ও ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম আহসান হাবিব জুয়েল, তার স্ত্রী আখিয়া আক্তার, ছেলে আল আদল ইবনে হাবিব ও মোমিনুর ইসলাম, সালজার রহমান এবং সালমান রহমান মিলে যৌথ মালিকানায় অন্বেষা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেন। তাদের সবার সন্মতিতে হাসপাতাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আহসান হাবিব জুয়েলকে। দায়িত্ব পাওয়ার কিছু দিন পর থেকে ক্লিনিকের আর্থিক লেনদেন ও যাবতীয় বিষয় তাদেরকে না জানিয়ে একাই পরিচালনা করতে থাকেন তিনি। এসব বিয়য়ে তার কাছে জানতে চাইলে তিনি তাদেরকে এড়িয়ে চলতে শুরু করেন।
তাছাড়া ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর গোপনে ক্লিনিকের ট্রেড লাইসেন্স ও ক্লিনিকের লাইসেন্স তার স্ত্রীর নামে করে নেন। ক্লিনিকের আয়-ব্যয়ের হিসেব না দেওয়ায় তারা ক্লিনিক মালিক সমিতিতে অভিযোগ করলে বিএমএস ভবনে গত ২০২৪ সালের ৪ অক্টোবর অনুষ্ঠিত শালিশ-বৈঠকে অন্যান্য মালিকদের ১৬ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকার দু’টি ব্যাংক চেক প্রদান করেন। যার টাকা তিন মাস পর উত্তোলন করা যাবে বলে মিমাংসা হয়।
আরও পড়ুনউক্ত সময়ের মধ্যেও সংশ্লিষ্ট ব্যাংকের হিসেবে প্রয়োজনীয় টাকা না থাকায় তিনি আরও ২০ দিন সময় নেন। সেই সময় পার হওয়ার পর থেকে তিনি বিভিন্ন তালবাহানা শুরু করেছেন। এসব বিষয় নিয়ে ক্লিনিক মালিক এসোসিয়েশনের সাথে যোগাযোগ করা হলে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করেন।
মন্তব্য করুন