গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২৭টি চায়না দুয়ারি জাল এবং ২০টি কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, উপজেলার করতোয়া নদীসহ বিভিন্ন জলাশয়ে বেশ কিছুদিন ধরে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল ব্যবহার করে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
এসব জালে শুধু ছোট বড় মাছই নয়, শামুক, কাকড়া, কুচো, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণি আটকে পড়ে মারা যাচ্ছে। এর ফলে ধ্বংস হচ্ছে প্রাণবৈচিত্র্য, ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের। এ প্রেক্ষিতে সরকারি নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাণ ও প্রকৃতি রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনগোবিন্দগঞ্জ উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত করতোয়া নদীর ফুলবাড়ি, তালুককানুপুর ও রাখালবুরুজ অংশে এ অভিযান পরিচালিত হয়। গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
মন্তব্য করুন