ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

পর্যটন কেন্দ্রের অপার সম্ভাবনার নাম সুজানগরের গাজনার বিল

পর্যটন কেন্দ্রের অপার সম্ভাবনার নাম সুজানগরের গাজনার বিল। ছবি : দৈনিক করতোয়া

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলের পাড় হতে পারে সম্ভাবনাময় দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। ইতোমধ্যে বিলের অপরূপ সৌন্দর্য আকৃষ্ট করছে ভ্রমণ পিপাসুদের। বিলপাড়ের উলাট গ্রামের সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল হালিম সাজ্জাদ জানান, প্রায় ৬হাজার হেক্টর জমি নিয়ে গড়ে উঠেছে বিশাল গাজনার বিল। প্রতিবছর গাজনার বিল বর্ষার নতুন পানিতে থৈ থৈ করে। আর বিলে পানি থাকে পৌষ মাস পর্যন্ত।

বর্ষার শুরু থেকে পৌষ মাস পর্যন্ত দীর্ঘসময় বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি হাজার হাজার নারী-পুরুষ পর্যটক ছুটে আসেন গাজনার বিল ভ্রমণে। জানা যায়, ভ্রমণ পিপাসু ওইসব বেশিরভাগ পর্যটক গাজনার বিলে নৌ-ভ্রমণ করে থাকেন। পর্যটকদের নৌ-ভ্রমণে বিলের খয়রান ব্রিজ পয়েন্টে, চরবোয়ালিয়া পয়েন্টে, বাদাই ব্রিজ পয়েন্টে এবং বোনকোলা ব্রিজ পয়েন্টে বাণিজ্যিকভাবে রাখা হয় ইঞ্জিন চালিত নৌকা।

বিশেষ করে বিলের খয়রান ব্রিজ পয়েন্ট পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হওয়ায় এখানে শত শত পর্যটকবাহী নৌকার পাশাপাশি রাখা হয় ছোট-বড় বাইচ’র নৌকা। বিলপাড়ের খয়রান গ্রামের হোসেন আলী খান বলেন, বর্ষা মৌসুমে প্রতিদিন কমবেশি পর্যটক গাজনার বিলে আসেন। তবে শুক্র এবং শনিবার হাজার হাজার পর্যটকের আগমনে মুখরিত হয়ে উঠে গাজনার বিল।

আরও পড়ুন

পর্যটকদের পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আসেন নৌ-ভ্রমণে। সকাল ১০টা থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত বিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নৌ-ভ্রমণ করেন। বিলপাড়ের মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খান বলেন, এলাকায় তেমন কোন বিনোদন কেন্দ্র না থাকায় সুজানগরসহ আশপাশের বিভিন্ন উপজেলার হাজার হাজার পর্যটক পরিবার নিয়ে গাজনার বিলে আসেন।

 নৌ-ভ্রমণে আসা উপজেলার মানিকহাট গ্রামের আবুল কাশেম মোল্লা বলেন, বিলটি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার অপার সম্ভাবনা রয়েছে। তবে এ জন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতায় বিলে সারাবছর পানি ধরে রাখার ব্যবস্থা করা এবং বিলের ২/৪টি পয়েন্টে পরিকল্পিতভাবে পিকনিক স্পট ও আবাসন সুবিধা গড়ে তোলা। 
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, গাজনার বিলকে নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নে সময় লাগবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

সোনার রেকর্ড দাম, ভরি-১ লাখ ৮২ হাজার, সাধারণ মানুষের সোনা কেনার সীমাবদ্ধতা

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদন্ড

বগুড়ার নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করলেন উপ-পরিচালক

বগুড়ার ধুনটে পেঁপে চাষে লাখপতি আকুল

সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিকের তিন শিক্ষক সাময়িক বরখাস্ত