সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিকের তিন শিক্ষক সাময়িক বরখাস্ত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা চলমান রয়েছে। এরই মধ্যে আদালতে হাজিরা দিয়ে জামিন পেলেও এখনো পলাতক রয়েছেন তারা।
সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ গত ৪ আগস্ট এ সংক্রান্ত পৃথক স্মারকে অফিস আদেশ জারি করেন। আদেশে বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী আটকের তারিখ থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
সাময়িক বরখাস্তকৃত শিক্ষকরা হলেন- উপজেলার ভেটুয়া জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুকিত তালুকদার এবং কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে থাকা মঞ্জুরুল ইসলাম।
আরও পড়ুনজানা যায়, সহকারী শিক্ষক আব্দুস সালাম পূর্বের একটি হত্যা মামলার আসামি এবং ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে বাকি দু’জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে তারা আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন। মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকেরা আত্মগোপণে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গতকাল বুধবার কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান বলেন, তারা বিদ্যালয়ে না এলেও পাঠদান ব্যহত হচ্ছে না।
মন্তব্য করুন