ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর

বগুড়ার সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি

বগুড়ার সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর অবশেষে জনগুরুত্বপূর্ণ সড়কের মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি। এতে করে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বগুড়ার সোনাতলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের বিষয়ে সম্প্রতি দৈনিক করতোয়ায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এতে করে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অবশেষে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাস্তার মাঝখান থেকে সেই বৈদ্যুতিক খুঁটিটি তুলে অন্যস্থানে বসানো হয়েছে। এতে করে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। খুঁটিটি বসানোর সামগ্রিক ব্যয় নির্বাহ করেছেন স্থানীয় মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ। এবিষয়ে মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ দৈনিক করতোয়া’কে বলেন, দীর্ঘদিন যাবত মোকারম ফাউন্ডেশন এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনে নানামুখী কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

সেই ধারাবাহিকতায় এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে বৈদ্যুতিক পোলটি স্থানান্তরের আর্থিক সহযোগিতা করা হয়েছে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, স্থানীয় মোকারম ফাউন্ডেশনের আন্তরিকতা ও আর্থিক সহযোগিতায় পোলটি স্থানান্তর করা সম্ভব হয়েছে। এবিষয়ে সোনাতলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার ছাইফুল আহমেদ বলেন, এলাকাবাসীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে পোলটি অপসারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

সোনার রেকর্ড দাম, ভরি-১ লাখ ৮২ হাজার, সাধারণ মানুষের সোনা কেনার সীমাবদ্ধতা

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদন্ড

বগুড়ার নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করলেন উপ-পরিচালক

বগুড়ার ধুনটে পেঁপে চাষে লাখপতি আকুল

সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিকের তিন শিক্ষক সাময়িক বরখাস্ত