কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান সাতদিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত ২২, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গেল ৭ দিনে ১-৭ সেপ্টেম্বর পর্যন্ত বেশ সাফল্য পেয়েছে। কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ এবং ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি। আটককৃত ব্যক্তিদ্বয় হচ্ছে- জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৪)। অপরজন একই উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (২০)।
আরও পড়ুনকুড়িগ্রাম বিজিবির অধিনায়ক জানান, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে ভারতীয় গবাদি পশু (গরু ও মহিষ) ১২৫ টি, ভারতীয় মদ ৬৩৫ বোতল, গাঁজা ১৪৫ কেজি, ইয়াবা ট্যাবলেট ৭৭২ পিস, জিরা ৫৫৯ কেজি, চিনি ১৯০ কেজি, কমপ্লিট ড্রেস ৪৯৬ পিস, ভারতীয় ৭৯ হাজার রুপি, চকলেট বাজি ৪৫ হাজার ১৫০ পিস, কসমেটিকস আইটেম বিভিন্ন প্রকার ক্রীম, তেল, শ্যাম্পু জব্দ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীর নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন