নেপাল-বাংলাদেশ প্রীতি ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্কঃ নেপালে জেন-জিদের আন্দোলনে উদ্ভুত সহিংস পরিস্থিতির কারণে মঙ্গলবার নেপাল-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।
সারা কাঠমান্ডু জুড়ে ছাত্র-জনতার সঙ্গে আইন শৃংখলাবাহিনীর ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে সোমবার সকাল থেকে। তাই আগামীকাল প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য বাংলাদেশ দলের শেষ অনুশীলনপর্ব বাতিল করা হয়। সন্ধায় জরুরী সভায় বসে সরকার ও নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তারা। সেখানে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুনএর আগে দুপুরে ম্পূযাচর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজ নিজ দলের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ও নেপাল দলের কোচ ও খেলোয়াড়রা। যদিও তার আগে থেকেই মিলছিল কাঠমান্ডুর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথে হাজার হাজার ছাত্র-জনতার জড়ো হওয়ার খবর। একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল তখন। বাংলাদেশ দলের জন্য দশরথ রঙ্গশালায় অনুশীলনের সময় নির্ধারিত ছিল বেলা তিনটায়। টিম মিটিং সেড়ে দুপুর সোয়া দুইটায় সকল ফুটবলার প্রস্তুতি নিয়ে নেমে এসেছিলেন হোটেল ক্রাউন ইম্পেরিয়ালের লবিতে। প্রস্তুত ছিল তাদের বহনকারী বাস। তবে বাসে ওঠার আগ মুহূর্তে নেপাল ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, হোটেল থেকে বের হওয়া নিরাপদ নয়।
মন্তব্য করুন