ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

ম্যাচ চলাকালে মাঠেই মারা গেলেন পাকিস্তানের খেলোয়াড়

কাবাডি খেলোয়াড় মাখা জাট জাহানিয়ান মান্ডিওয়ালা। 

স্পোর্টস ডেস্কঃ  এক করুণ ঘটনায় পাকিস্তান কাবাডি অঙ্গন শোকে ডুবে গেছে। ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কাবাডি খেলোয়াড় মাখা জাট জাহানিয়ান মান্ডিওয়ালা। 

ভেহারিতে খেলার মাঠেই হঠাৎ পড়ে যান মাখা জাট। সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও আর ফিরিয়ে আনা যায়নি। তার হঠাৎ মৃত্যুতে কাবাডি খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খেলাটির প্রতি নিবেদন ও ভালোবাসার জন্য পরিচিত ছিলেন তিনি। 

পাকিস্তান কাবাডি ফেডারেশনের সভাপতি শফি হুসাইন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সরওয়ার রানা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

সাধারণ সম্পাদক সরওয়ার বলেন, ‘এই দুঃখজনক ঘটনা আমাদের নজরে এসেছে। মাঠে একজন খেলোয়াড়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ তিনি আরও বলেন, ‘আমরা দোয়া করি মহান আল্লাহতালা তার পরিবারকে ধৈর্য দান করুন। পুরো কাবাডি পরিবার এই অকাল মৃত্যুর ঘটনায় মর্মাহত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা নয়: বঙ্গবীর কাদের সিদ্দিকী

তরুণীর সঙ্গে মোবাইলফোন ছিনতাইকারীর ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

দেশের প্রেক্ষাগৃহে মেহজাবীনের ‘সাবা’

জীবিত মাকে মৃত দেখিয়ে ব্যাংক ঋণ, দেনদারকে পুলিশে সোপর্দ ও মামলা দায়েরের নির্দেশ

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত সাবিনা ইয়াসমিন, গানে গানে মুগ্ধ করলেন দর্শককে

বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার