নতুন দায়িত্ব নিয়ে এশিয়া কাপে যাচ্ছেন নান্নু
_original_1757337023.jpg)
স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ, যা শেষ হবে ২৮ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি ফরম্যাটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এবারের আসরে নতুন দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। আসন্ন এশিয়া কাপে টেকনিক্যাল কমিটিতে রয়েছেন জাতীয় দলের সাবেক এই প্রধান নির্বাচক।
এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে আমন্ত্রণ পেলেও অবশ্য ভিসা জটিলতার কারণে এখনও আরব আমিরাতে যেতে পারেননি নান্নু। আজ ভিসা পেলেই উড়াল দেওয়ার কথা রয়েছে সাবেক এই প্রধান নির্বাচকের। এবারের এশিয়া কাপে ৫টি দেশ থেকে থাকছেন টেকনিক্যাল কমিটির সদস্যরা৷
এশিয়া কাপের এবারের আসরে প্রথমবারের মতো খেলবে ৮ দল। যেখানে সরাসরি অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর বাছাইপর্বের বাঁধা পেরিয়ে খেলতে নামছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। প্রথম পর্বে ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।
আরও পড়ুনগ্রুপ ‘এ’-তে আছে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’-তে আছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে, যেখানে সবাই সবার সঙ্গে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
এদিকে আসন্ন টুর্নামেন্টে প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর। আর ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
মন্তব্য করুন