ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

জরাজীর্ণ ঘরে সোনালী ব্যাংক তালোড়া শাখার কার্যক্রম চলছে

জরাজীর্ণ ঘরে সোনালী ব্যাংক তালোড়া শাখার কার্যক্রম চলছে। ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : সোনালী ব্যাংক দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাখার কার্যক্রম চলছে পুরনো জরাজীর্ণ ঘরে। উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিয়ন তালোড়া। এই তালোড়া ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে আবার গঠিত তালোড়া পৌরসভা।

বৃটিশ আমলে তালোড়া বন্দরের প্রাণ কেন্দ্রে সোনালী ব্যাংক এর শাখাটি স্থাপিত হয়। ব্যাংকের এই শাখার ভবনটি সেই আমল থেকেই দো’চালা টিনের ছাউনি একটি ঘরেই কার্যক্রম শুরু করে। চারিদিকে আধুনিকতার ছোঁয়া লাগলেও সোনালী ব্যাংকের এই শাখার ভবনটির কোনো পরির্বতন হয়নি।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) তালোড়া বন্দরের প্রবীণ ধান-চাল ব্যবসায়ী আনোয়ারুল হক তালুকদার, সুভাষ প্রসাদ কানু, সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, তালোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলামসহ অনেকেই জানান, ব্যবসা-বাণিজ্য সমাদৃত এই তালোড়া বন্দরের সোনালী ব্যাংক ব্যবসায়ীদের ব্যবসার প্রসারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও সাধারণ মানুষের অর্থনৈতিক লেন-দেনের ভূমিকা রেখে চলছে।

জরাজীর্ণ ছোট কক্ষে শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা ব্যাংকের কার্যক্রম পরিচালনা করছেন। ব্যাংকের ভোল্ট রুমটির অবস্থা আরও করুণ। মাঝে মাঝেই এই ভোল্ট রুম থেকে সাপসহ পোকা মাকড়ও বের হয়ে আসে। ঝুঁকি নিয়েই গ্রাহকরা তাদের লেনদেন কার্যক্রম করছেন।

আরও পড়ুন

এ বিষয়ে শাখা ব্যবস্থাপক মঞ্জুরুল আলম জানান, এ শাখায় প্রায় ছয় হাজার গ্রাহক রয়েছে। শাখা ভবনটি পাকা হওয়া জরুরি। ইতোমধ্যে ভবনটি পাকাকরণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সম্প্রতি সোনালী ব্যাংকের প্রকৌশল শাখা থেকে একটি টিম সরজমিনে পরিদর্শন করে ডিজাইনসহ প্লান তৈরিও করেছে। তালোড়া পৌরসভা থেকে প্লানটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) রশিদুল ইসলাম জানান, বগুড়ার সোনালী ব্যাংক শাখাগুলোর মধ্যে তালোড়া শাখাটি একটি গুরুত্বপূর্ণ শাখা। শাখার নিজস্ব জায়গা থাকা সত্বেও অর্থ বরাদ্দ না পাওয়ায় শাখার ভবনটির পাকাকরণ করা সম্ভব হচ্ছে না। এক্ষত্রে আইনের কিছুটা জটিলতাও রয়েছে।

তিনি আরও জানান, অনেক স্থানে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক অনুমোদন না দেওয়ায় নতুন ভবনে শাখা স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। এতে ভাড়াকৃত ভবনে ব্যাংকের কার্যকক্রম পরিচালনা করতে গিয়ে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি সোনালী ব্যাংক তালোড়া শাখার নিজস্ব জায়গায় পাকা ভবন নির্মাণে উদ্যোগ নিবেন বলেও জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চিকিৎসকের মারধরে রোগী হাসপাতালে ভর্তি

বগুড়ার ধুনটে সরকারি জমি উদ্ধারে গিয়ে মবের শিকার ভূমি কর্মকর্তা

জরাজীর্ণ ঘরে সোনালী ব্যাংক তালোড়া শাখার কার্যক্রম চলছে

বগুড়ার শিবগঞ্জে ১৮ পিচ ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ৩

বগুড়ার কাহালুতে ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বাড়িতে আগুন

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা সরাসরি দেখা যাবে এলইডি স্ক্রিনে