ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শাজাহানপুরে ছিনতাই করতে গিয়ে পিস্তল ও গুলিসহ ডাকাত গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে ছিনতাই করতে গিয়ে পিস্তল ও গুলিসহ ডাকাত গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে গভীর রাতে মহাসড়কে ট্রাক চালকের বুকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইকালে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল শনিবার মধ্যরাতে বগুড়া-নাটোর সড়কে শাজাহানপুর উপজেলার পারতেখুর গ্রামের সাদিক পার্কসংলগ্ন রাস্তার ওপর এ ঘটনা ঘটে। ডাকাতের কবলে পড়া ট্রাক চালক ফরিদপুরের নগরকান্দা থানার মনোহরপুর গ্রামের মৃত মাজেদ মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০) বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত ডাকাত মাহবুব খান সিরাজগঞ্জের কামারখন্দ থানার লাহেরি বাড়ি (বাগবাড়ি) গ্রামের মৃত চান খার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, রংপুরের মিঠাপুকুর থেকে ট্রাক চালক ফরহাদ মিয়া এবং চালক সিহাব হোসেন মুরগির খাদ্যবোঝাই দুইটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৮০৭৩ এবং ঢাকা মেট্রো-ট-২০-০১২০) নিয়ে ফরিদপুরের টেকেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের কাছে দুইটি ট্রাকের ভাড়া বাবদ ৯০ হাজার টাকা ছিল। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ট্রাক দু’টি শাজাহানপুর উপজেলার পারতেখুর সাদিক পার্ক এলাকায় পৌঁছলে একটি ট্রাকের চাকা ফেটে হয়।

আরও পড়ুন

এ অবস্থায় রাস্তার পাশে ট্রাক দু’টি থামিয়ে তারা চাকা পরিবর্তন করছিলেন। এসময় একটি মোটরসাইকেলযোগে  মাহবুব খানসহ তিন ডাকাত ঘটনাস্থলে হাজির হয় এবং ট্রাক চালক ও হেলপারের বুকে পিস্তল ঠেকিয়ে ট্রাক ভাড়ার ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ট্রাক চালক ও হেলপারের চিৎকারে শাজাহানপুর থানার টহল পুলিশ সেখানে পৌঁছিলে দুই ডাকাত মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও অপর ডাকাত মাহবুব খান মোটরসাইকেলে উঠতে ব্যর্থ হয় এবং সড়কের পাশের ধান ক্ষেতের দিকে দৌড় দেয়। এরপর পুলিশ পিছু ধাওয়া করে ডাকাত মাহবুবকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় শাজাহানপুর থানার এসআই আবু জাররা বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি মাহবুব খান একজন পেশাদার ডাকাত। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। তার অন্য সহযোগীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চিকিৎসকের মারধরে রোগী হাসপাতালে ভর্তি

বগুড়ার ধুনটে সরকারি জমি উদ্ধারে গিয়ে মবের শিকার ভূমি কর্মকর্তা

জরাজীর্ণ ঘরে সোনালী ব্যাংক তালোড়া শাখার কার্যক্রম চলছে

বগুড়ার শিবগঞ্জে ১৮ পিচ ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ৩

বগুড়ার কাহালুতে ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বাড়িতে আগুন

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা সরাসরি দেখা যাবে এলইডি স্ক্রিনে