বগুড়ায় পিকআপ ভ্যানে মিলল ৪শ’ বোতল ফেনসিডিল গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : বগুড়ায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে চারশ’ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে সদর থানার পুলিশের একটি টিম শহরের উপকন্ঠে মাটিডালি এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করে।
সদর থানার ওসি হাসান বাসির জানান, গোপন সংবাদেরভিত্তিতে ওই দিন ভোর ৫টার দিকে মাটিডালি বিমান মোড়ে আইএফআইসি ব্যাংকের শাখা অফিসের সামনে একটি নীল রঙের টাটা পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো ন-২১-৭৭৯৮) থামিয়ে এতে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ওই পিকআপ ভ্যানের বক্সে বিশেষ কায়দায় রাখা চারশ’ বোতল ফেনসিডিল উদ্ধার এবং এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনগ্রেফতারকৃতরা হলো-গাইবান্ধার সাঘাটা উপজেলার থৈকরপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম তৌহিদ (২০) ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার যদুমনি এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে মো. মোস্তাকিম (২২)। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন