বগুড়ার কাহালুতে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড.পারভেজের উদ্যোগে দু:স্থ মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের ব্যক্তিগত তহবিল থেকে কাহালু উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায় ৮টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে তার পক্ষ থেকে টিউবওয়েল বিতরণ করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস শাহীদ খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী শহীদুর রহমান সবুজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, মাওলানা বেলায়েত হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, জামায়াতে ইসলামী কাহালু উপজেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা রোস্তম আলী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আব্দুল হামিদ, কাহালু পৌর জামায়াতের আমির কাজী ফেরদৌসুর রহমান, সেক্রেটারী হাফেজ নজরুল ইসলাম সাইফুল, জামায়াত নেতা মো. ফখরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন