ভিডিও শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি'র দ্বি-কাউন্সিল প্রার্থীদের প্রতীকে প্রতীকে জমে উঠেছে

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি'র দ্বি-কাউন্সিল প্রার্থীদের প্রতীকে প্রতীকে জমে উঠেছে। ছবি : দৈনিক করতোয়া

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)পারভাঙ্গুড়া  ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল জমে উঠেছে।প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর দীর্ঘদিন পর ইউনিয়নটির পাড়ায় মহল্লায় ভোটার ও সমর্থকদের মধ্যে  চাঞ্চাল্য সৃষ্টি হয়েছে।

আগামীকাল শনিবার (৬ সেপ্টেম্বর) গোপন ব্যালটে সরাসরি কাউন্সিলারদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হচ্ছে পারভাঙ্গুড়া ইউনিয়ন দ্বি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে সভাপতি পদে ২জন প্রার্থী হচ্ছেন, মোঃ ইসমাইল হোসেন(ছাতা),আলহাজ্ব আবুল হোসেন  সরকার(আনারস)।

সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী হচ্ছেন, মোঃ শহীদ আলী মাস্টার (মোরগ), আসাদুজ্জামান আসাদ (ফুটবল)। অপর দিকে সাংগঠনিক সম্পাদক পদে ৩জন প্রার্থী হচ্ছেন, শরিফুল ইসলাম (চশমা), জিয়াউর রহমান (আম) এবং আনিছুর রহমান (মই) প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতীক পাওয়ার পর সভাপতি, সাধারণ ও সাংগঠনিক সম্পাদক পদে বিজয় লাভের জন্য কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ভাট প্রার্থনা করছেন।

কাউন্সিলের ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (১ সেপ্টেম্বর) প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ এবং মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) যাচাই-বাছাই, বুধবার (৩ সেপ্টেম্বর) প্রার্থীরা প্রত্যাহার শেষে প্রার্থীদের মধ্য লটারীর মাধ্যমে  প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আরও পড়ুন

তফসিল অনুযায়ী, ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় পারভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল অধিবেশন এবং বিকাল ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা স্থানীয় ভেড়ামারা উদয়ন একাডেমীর শ্রেণি কক্ষের ভোট কেন্দ্রে   গোপন ব্যালটে কাউন্সিলে প্রার্থী নির্বাচন  অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

বিএনপির আহ্বায়ক মো. নূর মুজাহিদ  স্বপন ও  সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরক জানান, পারভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক কাউন্সিল স্বচ্ছ ও  শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন, অবঃসরকারী কর্মকর্তা মোঃ সোলাইমান হোসেন, সহকারী নির্বাচন কমিশনারগণ হচ্ছেন, প্রভাষক মোঃ মিজানুর রহমান মন্টু,প্রভাষক মোঃ আলতাব হোসেন ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পারভাঙ্গুড়া ইউপি'র ৯টি ওয়ার্ডে ৪শ'৫৯জন কাউন্সিলার ভোটার তাদের গোপন ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ঘর পেলেন গৃহহীন আনিশা ও মোমেনা

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি'র দ্বি-কাউন্সিল প্রার্থীদের প্রতীকে প্রতীকে জমে উঠেছে

রাজশাহীর তানোরে দুই বাড়িতে ডাকাতি

নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচে, বগুড়া জেলা দলের ৫-০ গোলে জয়লাভ

বগুড়ার শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনা আহতদের সেনা টহল দলের সহায়তায় উদ্ধার

হাসিনার আমল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় : অধ্যাপক মুজিবুর রহমান