শিয়ালের মাংস বিক্রির অপরাধে কারাদণ্ড, গ্রেপ্তার ২
_original_1756810276.jpg)
নোয়াখালীর চৌমুহনী রেলগেট এলাকায় শিয়ালের মাংস বিক্রির সময় দু’জনকে গ্রেফতার করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার মো. জসিম উদ্দিন ও সাইফুল ইসলাম।
আরও পড়ুনবেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিয়াল হত্যা এবং মাংস বিক্রির অপরাধে ২ জনেক আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজির বেশি মাংস এবং একটি শিয়ালের চামড়া উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা শিয়াল হত্যার অভিযোগ স্বীকার করেছেন বলেও জানান তিনি। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এই ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মন্তব্য করুন