ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

চারদিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এই সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ড. মুহাম্মদ ইউনূসের এই সফরে বাংলাদেশের ১ লক্ষ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতাড়বাড়ি-মহেশখালীর প্রকল্পসহ দেশে বিনিয়োগ বৃদ্ধি গুরুত্ব পাবে। এছাড়া, জাপানি প্রতিষ্ঠান জাইকার সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরে দুই দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক সই হতে পারে। ঢাকা-টোকিও সম্পর্কের অমীমাংসিত সব ইস্যুতেও আলোচনা হবে। তবে সেখানে সামরিক খাত অগ্রাধিকারে থাকবে না। এয়ারক্রাফট সংকটে বন্ধ হওয়া জাপানের সাথে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর ব্যাপারে কথা হবে। এছাড়া জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন

গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরে মাসে নিউইয়র্কের জাতিসংঘের অধিবেশনে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলন ও ডিসেম্বরে মিসরে ডি-৮ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা।

চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। মার্চে চীন সফর করেন ড. ইউনূস। এপ্রিলে থাইল্যান্ড, কাতার ও সবশেষ ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক কর্মসূচিতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে তেহরান

আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী নেবে জাপান

আমাদের শান্তিরক্ষীরা সব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত : সেনাপ্রধান

নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

বগুড়ায় বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ আটক ৯

সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ জুয়েলারি দোকান