ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুয়া সোনার পুতুল ও পুরোনো নকশার রুপার মুদ্রা দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত সোনালি রঙের মূর্তি, প্রাচীন আমলের নামে চালানো নকল মুদ্রা ও অর্থ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার কোচল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতারণার প্রস্তুতি নিতে থাকা একটি সংঘবদ্ধ চক্রকে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

অভিযানে উদ্ধার করা হয় গোপাল ঠাকুরের আকৃতির পাঁচটি সোনালি রঙের মূর্তি (প্রতিটির দৈর্ঘ্য প্রায় ১১ সেন্টিমিটার), উনবিংশ ও বিংশ শতাব্দীর নামে চালানো ১৯টি নকল রুপার মুদ্রা এবং ১০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিরা হলো, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মো. রাশেদুল (৩৬), তার ভাই মো. শফিক আল মামুন (৪০), একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. এছাব্বর আলী (৪৫), গড়েরপাড়া গ্রামের মো. অজউদ্দীনের ছেলে মো. মানিক মিয়া (৩৮) এবং ছয়ঘরিয়া গ্রামের মো. মমতাজের ছেলে মো. ফরহাদ হোসেন (২৮)।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, এ চক্রের মূল হোতা কোচল গ্রামের মো. রুবেল ও তার স্ত্রী মোছা. রুপালী (৩৬) বর্তমানে পলাতক রয়েছেন। এছাড়া স্থানীয় মো. মারুফ (২৬) সহ আরও পাঁচ-ছয়জন অজ্ঞাত সহযোগীর নামও তদন্তে এসেছে। রাণীশংকৈল থানার এস.আই (নিরস্ত্র) মো. নাদিরুল মুরাদ বলেন, ‘উদ্ধার হওয়া মূর্তি ও মুদ্রা নকল। এগুলো দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল চক্রটি। অগ্রিম টাকা নিয়ে সোনার পুতুল ও রুপার মুদ্রা দেওয়ার প্রলোভনই ছিল তাদের মূল কৌশল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পাঁচ প্রতিষ্ঠানে যাতায়াতে জনদুর্ভোগ, মাত্র ২০০ মিটার রাস্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে সুপারভাইজার নিহত

নাটোরে চিকিৎসককে গলা কেটে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, প্রেমের সম্পর্ক ও চাকরিচ্যুত করার ক্ষোভ

বগুড়ায় শাজাহানপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে আট মাসে ৯১ অভিযান জরিমানা ১৬ লাখ টাকা