ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

সালমান শাহ’র সিনেমার গান গেয়েই মুগ্ধতা ছড়ালেন রাজীব- বৃষ্টি

সঙ্গীতশিল্পী রাজীব- বৃষ্টি

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় ও স্টেজ শো’তে বছরজুড়ে তুমুল ব্যস্ত থাকা সঙ্গীতশিল্পী জামালপুরের সন্তান, জামালপুরের গর্ব রাজীব ও নারায়ণগঞ্জের গর্ব, বাংলাদেশী আইডল’খ্যাত ভীষণ মিষ্টি, সুরেলা কন্ঠের সঙ্গীতশিল্পী নিশ্চুপ বৃষ্টি গত বৃহস্পতিবার রাতে এনটিভির সরাসরি গানের অনুষ্টান ‘মিউজিক নাইট’-এ সঙ্গীত পরিবেশন করেছেন। নূরুজ্জামান প্রযোজিত এই সরাসরি গানের অনুষ্ঠানটি দেশের বেসরকারী টিভি চ্যানেলগুলোর মধ্যে ভীষণ জনপ্রিয় একটি গানের অনুষ্ঠান।

বৃহস্পতিবার যেহেতু সরকারী ছুটির আগেরদিন তাই অন্যান্য চ্যানেলেও এই দিন রাতের বেলায় সরাসরি গানের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিন্তু এনটিভির সঙ্গীতানুষ্ঠানটিই দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন।

সঙ্গীতানুষ্ঠানটি উপস্থাপনা করেন এই সময়ের নন্দিত উপস্থাপিকা ফারজানা বীথি। রাত ১১.৩০ মিনিটে শুরু হওয়া এবারের আয়োজন শুরু হয় রাজীব ও বৃষ্টির নিজেদের মৌলিক গান দিয়ে। এরপর সরাসরি এই আয়োজনে দর্শক ফোনে রাজীব ও বৃষ্টির সঙ্গে কথা বলা শুরু করেন এবং গানের অনুরোধ করতে থাকেন। অনুরোধ পর্বে সবাই দু’জনকে দ্বৈত গান পরিবেশন করতেই অনুরোধ করেন। অনুরোধ পর্বে রাজীব ও বৃষ্টি প্রথম গেয়ে শোনান সালমান শাহ-শাবনূর অভিনীত শিবলী সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা’ গানটি। রাজীব ও বৃষ্টির কন্ঠে এই গান শ্রোতা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। পরবর্তীতে তারা দু’জন সালমান শাহ ও শিল্পী অভিনীত রানা নাসের পরিচালিত ‘প্রিয়জন’ সিনেমার ‘এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি’ গানটি পরিবেশন করেন।

এরপর শ্রোতারা অনুরোধ করতে থাকেন সালমান শাহ-মৌসুমী অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার ‘একা আছি তো কী হয়েছে’ গানটির জন্য। তিন অন্তরার এই গানটি পুরো আয়োজনে ছিলো সবচেয়ে আকর্ষনীয় ও মনোমুগ্ধকর পরিবেশনা। মিউজিসিয়ানরাও যেন মন উজার করে এই গানে যন্ত্র বাজিয়েছেন। যে কারণে রাজীব ও বৃষ্টির কন্ঠে এই গান এক অন্যরকম দ্যোতনার সৃষ্টি করে। এরপর এই গানের রেশ কাটতে না কাটতেই রাজীব ও বৃষ্টি রিয়াজ ও শাবনূর অভিনীত গাজী মাহবুব পরিচালিত ‘প্রেমের তাজমহল’ সিনেমার ‘প্রেমের তাজমহল’ গানটি পরিবেশন করেন। রাজীব ও বৃষ্টির কন্ঠে মনোমুগ্ধকর এই গান পরিবেশনার মধ্যদিয়েই শেষ হয় এনটিভির এই সপ্তাহের ‘মিউজিক নাইট’।

আরও পড়ুন

রাজীব বলেন,‘ আমার কাছে মনে হলো গান গাওয়া শুরু করেছি, একটু একটু করে নিজেরাও গাওয়াটা ভীষণ উপভোগ করছি, আর এরইমধ্যে যেন অনুষ্ঠান শেষ হয়েগেলো। কারণ আরো কিছু গান গাওয়ার পরিকল্পনা ছিলো। তারপরও শ্রোতা দর্শকের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, মুগ্ধ আমি-আমরা। প্রতিটি গানের গীতিকার, সুরকার ও মূল শিল্পীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

বৃষ্টি বলেন,‘ একটা দারুণ এবং মনে রাখার মতো সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলাম। প্রতিটি গানে নিজেদের সেরাটা দেবার চেষ্টা করেছি। দর্শকের ভালোলেগেছে-এখানেই আমাদের পরম ভালোলাগা এবং তৃপ্তির বিষয়। আন্তরিক ধন্যবাদ নূরুজ্জামান ভাইকে, ধন্যবাদ বীথি আপু’সহ সকল মিউজিয়ানদের প্রতি। কৃতজ্ঞতা দর্শকের প্রতি। ’

এই আয়োজন শেষে আগামীতে আরো বিভিন্ন শোতে রাজীব ও বৃষ্টিকে দেখার ভীষণ ইচ্ছে প্রকাশ করেছেন দর্শক। উল্লেখ্য, এক বছর আগে ‘মিউজিক নাইট’ অনুষ্ঠানে রাজীব- বৃষ্টি সঙ্গীত পরিবেশন করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান