এখনো পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই : আফরান নিশো
_original_1756466047.jpg)
এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের উপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে সেখানে খাল বিল রয়েছে সেখানে করি।
নিজের সহজ সরল জীবন নিয়ে এভাবেই স্বীকারোক্তি দিলেন আফরান নিশো।
দুই বছর পর ‘আঁকা’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন নিশো। ভিকি জাহেদের পরিচালনায় সিরিজটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজের সরল জীবন যাপন নিয়ে কথা বললেন।
সাধারণ জীবনযাপন করেন নিশো, কেন? এ প্রশ্নের উত্তরে নিশো বলেন, ‘আমার কাছে এগুলো কুসংস্কার লাগে। আমি সিম্পল থাকি এটা আমার স্টাইল।
আরও পড়ুননিজেকে এভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি। দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে। আমি চাইবো, আমার যত যোগ্যতা বাড়বে আমি ততো গ্রাউন্ডে থাকবো। আমার যারা ফ্যান তাদের কাছাকাছি পৌঁছাবো।
আফরান নিশো আরও বলেন, ‘হিরো বা পারফর্মার বলে আলাদা হাইপ নিতে হবে, সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকতে হবে এবং প্রটোকল নিয়ে বের হতে হবে এগুলো মিথ মনে হয়। আমার কাছে এগুলো অপ্রয়োজনীয় এবং অপচয় লাগে। কেউ যদি ছবি তুলে কাছে চলে আসে, না চাইলে তাহলে বলতে হবে আমি খুব টায়ার্ড এখন ছবি তুলতে পারছি না বা যে কাজে এসেছি আমাকে সেই কাজে সহযোগিতা করেন। আমি মনে করি, যারা আমার ফ্যান-ফলোয়ার্স তাদের সঙ্গে আমার এই বোঝাপড়া রয়েছে। আমি সবসময় চাই, মানুষ হিসেবে আমি সাধারণ থাকি কিন্তু আমার কাজগুলো অসাধারণ হয়ে উঠুক তাহলে হয়তো অসাধারণ পার্সোনালিটি নিয়ে দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকতে পারবো।
আঁকা’ সিরিজটি ৪ সেপ্টেম্বর হইচইতে মুক্তি পেতে যাচ্ছে। এতে আফরান নিশো বিপরীতে অভিনয় করেছেন নাবিলা।
মন্তব্য করুন