মালা বিক্রেতা মোনালিসা এবার মালয়ালম সিনেমার নায়িকা

প্রয়াগরাজের মহাকুম্ভমেলায় প্রথম নজর কেড়েছিলেন। এরপরেই রাতারাতি জনপ্রিয়তা পান ষোড়শীকন্যা মনি। এর মধ্যে মডেলিং ও অভিনয়েও হাতেখড়ি হয়ে গিয়েছিল। এবার আরও একধাপ এগিয়ে গেলেন মহাকুম্ভে মালাবিক্রেতা মনি ভোসলে ওরফে মোনালিসা।
চলতি বছর মহাকুম্ভে মনিকে দেখেই নেটাগরিক নাম দিয়েছিলেন মোনালিসা। সেই থেকে এ নামেই পরিচিত তিনি।
মোনালিসা মধ্যপ্রদেশের বাসিন্দা। ইতোমধ্যে বিতর্কিত পরিচালক সনোজ মিশ্রের সিনেমা ‘দ্য ডায়েরি অব মনিপুর’-এ কাজ করেছেন তিনি।
এবার মালয়ালাম সিনেমায় পা রাখতে চলেছেন মোনালিসা। নিজেই সামাজিকমাধ্যমে জানিয়েছেন তিনি।
সামাজিকমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার মোনালিসা জানিয়েছেন, এই ছবির নাম ‘নাগাম্মা’। তার বিপরীতে রয়েছেন মালয়ালি অভিনেতা কৈলাস।
আরও পড়ুনচলতি বছর সেপ্টেম্বরের মধ্যেই নাকি শুরু হবে সিনেমার শুটিং।
এর আগে, মহাকুম্ভমেলায় রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন মনি ভোসলে ওরফে মোনালিসা। শ্যামলা গায়ের রং, বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসি— তার রূপে মুগ্ধ হয়েছিল নেটপাড়া। ষোড়শীর সুন্দরী চোখ এড়ায়নি পরিচালকদেরও। ইতোমধ্যে তিনি নাকি ডাক পেয়েছেন বলিউড থেকেও।এমনকি অভিনেত্রী কঙ্গনা রানাউতও মোনালিসার রূপে মুগ্ধ হয়েছিলেন। সেই সময় মোনালিসার একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী।
সেই সঙ্গে কঙ্গনা লিখেছিলেন, নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেটপাড়ার আকর্ষণ হয়ে উঠেছেন মোনালিসা। ওর ছবি তোলার জন্য মানুষ যেভাবে ওকে হেনস্তা করছে, তা মোটেই সমর্থন করছি না।
কঙ্গনা রানউত আরও বলেন, কিন্তু একটা প্রশ্ন করতেই হয়— রুপালি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে? একসময়ে অনু আগারওয়াল, কাজল, বিপাশা বসু ও রানি মুখার্জি— এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালোবাসা দিয়েছে, ঠিক তেমনি কি এই প্রজন্মে হচ্ছে?
মন্তব্য করুন