মনে পড়ে কী ‘মনেরই রঙ্গে রাঙ্গাবো’র সেলিনা আজাদকে?
_original_1756478491.jpg)
অভি মঈনুদ্দীন ঃ চিত্রনায়িকা কবরী ও চিত্রনায়ক সোহেল রানা অভিনীত ‘মাসুদ রানা’ সিনেমা’র তুমুল জনপ্রিয় গান ‘মনেরই রঙ্গে রাঙ্গাবো’ গানটি শোনেননি এমন শ্রোতা দর্শক খুঁজে যাওয়া যাবেনা।
কবরীর লিপে জনপ্রিয়তা পাওয়া এই গানটি যিনি গেয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সেলিনা আজাদ। যিনি প্রয়াত বরেণ্য গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক আজাদ রহমানের সহধর্মিনী। সেলিনা আজাদ এর পরেও আরো বেশ কয়েকটি সিনেমাতে গান গেয়েছেন। তবে তার কন্ঠে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠা গান ‘মনেরই রঙ্গে রাঙ্গাবো’ গানটিই। সেলিনা আজাদ ও আজাদ রহমান দম্পতির তিন মেয়ে। তারা তিনজনই থাকেন অষ্ট্রেলিয়াতে। এই মুহুর্তে সেলিনা আজাদ অষ্ট্রেলিয়াতেই আছেন। তিন মেয়েও অষ্ট্রেলিয়াতে গানের সাথে সম্পৃক্ত। সেখানে তারা বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।
সেলিনা আজাদ জানান, তার বোনেরা ওস্তাদ পিসি গোমেজের কাছে গান শিখতেন। আর তাদের গানে শেখা তিনি দরজার ফাঁক দিয়ে শুনে শুনে গান শেখার প্রতি সেলিনা আজাদের আগ্রহ জন্মায়। এক সময় ছায়ানটে ভর্তি হন। ওস্তাদ ফুল মোহাম্মদ, সোহরাব হোসেন, সানজিদা খাতুনের কাছে তিনি গানে তালিম নিয়েছেন। নজরুল সঙ্গীতে তালিম নিয়েছেন সুধীন দাসের কাছে। ১৯৭৩ সালে আজাদ রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৭৪ সালের ২৪ মে মুক্তি পায় মাসুদ পারভেজ (সোহেল রানা) পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটি। এতেই সেলিনা আজাদ প্রথম প্লে-ব্যাক করেন ‘মনেরই রঙ্গে রাঙ্গাবো’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেচিলেন আজাদ রহমান।
এরপর তিনি ‘দস্যু বনহুর’,‘ মায়ার বাঁধন’,‘ রাজবাড়ি’,‘ খোকন সোনা’সহ আরো বেশকিছু সিনেমাতে গান গেয়েছেন। বিটিভিতে তিনি সত্য সাহা, সুবল দাস, দেবু ভট্টাচার্য্য, আব্দুল আহাদ, সেলিম আশরাফ, আনিসুর রহমান তনু’সহ আরো বেশ কয়েকজন প্রতিথযশা সুরকারের গান গেয়েছেন।
আরও পড়ুনসেলিনা আজাদ বলেন,‘ মাসুদ রানা সিনেমার মনেরই রঙ্গে রাঙ্গাবো-এই এক গানই আমাকে একজন সঙ্গীতশিল্পী হিসেবে আজও দর্শক শ্রোতার মাঝে আমাকে বাঁচিয়ে রেখেছে। এই এক গানই আমার সঙ্গীত জীবন সমৃদ্ধ করে রেখেছে, আমার সঙ্গীত জীবন শ্রোতা দর্শকের ভালোবাসায় ভরে রেখেছে। যার সৃষ্টি এই গান তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তারপরও তিনি এই গান’সহ আরো বহুগানের মাঝে বেঁচে আছেন। এই গান যুগের পর যুগ শিল্পীরা গাইছেন, তাদের কন্ঠে শুনতে বেশ ভালোলাগে। হয়তো আগামীতে আারো প্রজন্মের পরা প্রজন্ম এই গান বেচঁচে থাকবে।’
সেলিনা আজাদ মূলত একদম প্রচার বিমুখ একজন শিল্পী। দেশের বাইরে তিনি আমেরিকা, ভারত ও কুয়েতে শো করেছেন। আনোয়ার উদ্দিন খান, নীনা হামিদ ও ইসমত আরার কন্ঠের গান তার শুনতে ভালোলাগে। ভালোলাগে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লার কন্ঠের গান। সেলিনা আজাদের বাবা আবু সাঈদ হাফিজ উল্যাহ, মা শাহেদা হাফিজ। গেলো ২০ আগস্ট ছিলো তার জন্মদিন। ইডেন কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করা সেলিনা আজাদের বাড়ি বিক্রমপুর।
মন্তব্য করুন