ঠাকুরগাঁওয়ে ফার্মেসি মালিকের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঋণের চাপ আর মানসিক অস্থিরতা শেষ পর্যন্ত তা সহ্য করতে না পেরে জীবন দিলেন জুমের আলী (৩৭) নামে এক ফার্মেসি ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জুমের আলী বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া বঙ্গভিটা গ্রামের শমসের আলীর ছেলে। গত কয়েক বছর ধরে পরিবার নিয়ে ঠাকুরগাঁও শহরের বড়মাঠ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পাশাপাশি সেখানে চালাতেন একটি ফার্মেসি।
পরিবার জানায়, কিছুদিন আগে স্ত্রীর প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণ নিয়ে শহরে জমি কিনেছিলেন জুমের। এরপর আবারও স্ত্রী কুলসুম আক্তারের কাছে নতুন করে ঋণের কথা তুললে তিনি রাজি হননি। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন জুমের।
আরও পড়ুনকুলসুম আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কিছুদিন ধরে ওর মানসিক অবস্থা ভালো ছিল না। গতকাল ফেসবুকে লিখেছিল, এক মিঠু নামের লোকের কাছে অনেক টাকা পাবে, সেই কারণে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। বাসায় গিয়ে দেখি মাছ মারার ট্যাবলেট খেয়ে ফেলেছে।’
পরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ এবং শেষে স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয় জুমেরকে। কিন্তু ভোরেই তার মৃত্যু হয়। ঠাকুরগাঁও সদর থানার উপ পরিদর্শক আশরাফ আলী বলেন, ‘পরিবারের কোনো আপত্তি না থাকায় একটি ইউডি মামলা হয়েছে। তাদের আবেদন অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।’
মন্তব্য করুন