ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

বিচ্ছেদ জল্পনাকে উড়িয়ে একসঙ্গে হাজির গোবিন্দা ও সুনীতা

বিচ্ছেদ জল্পনাকে উড়িয়ে একসঙ্গে হাজির গোবিন্দা ও সুনীতা

ডিভোর্স গুঞ্জনের মাঝেই একেবারে অন্যরূপে ক্যামেরার সামনে ধরা দিলেন গোবিন্দা ও সুনীতা। গণেশ চতুর্থী উপলক্ষে একসঙ্গে দেখা মিলল তাদের।

সম্প্রতি শোনা গিয়েছিল, সুনীতা এবং তার স্বামী গোবিন্দার দীর্ঘ বছরের বিবাহিত জীবন ভাঙনের পথে। যদিও গোবিন্দার আইনজীবী এই রটনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। 

তবুও গুঞ্জন থামাতে পারেননি। তবে গণেশ চতুর্থীতে একসঙ্গে তাদের উদ্‌যাপন দেখে খানিকা আশ্বস্ত হলেন অনুরাগীরাও।

প্রসঙ্গত, গত বেশ কয়েক মাস সুনীতা এবং গোবিন্দাকে কোথাও কখনও একসঙ্গে দেখা যায়নি। তবে গণেশ পুজো উপলক্ষে দু’জনকে একসঙ্গে দেখার পরে বিচ্ছেদ গুঞ্জনও অনেকাংশে মিটবে বলেই মনে করা যায়। 

গোবিন্দা এবং সুনীতা একসঙ্গে পাপারাৎজিদের মিষ্টি বিতরণও করেছেন। এ দিন বাবা-মা দু’জনেই তাদের সন্তান টিনা এবং যশবর্ধনের জন্য প্রার্থনা করতে বলেন। যেন তারা ক্যারিয়ারে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারে।

আরও পড়ুন

এরই মাঝে একজন পাপারাজ্জি তারকা দম্পতিকে ডিভোর্স নিয়ে প্রশ্ন করে বসেন। কথা শেষ হওয়ার আগেই সুনীতা বলেন, ‘আচ্ছা আপনি কি বিতর্ক শুনতে এসেছেন, নাকি গণপতি দর্শন করতে এসেছেন? কোনও বিতর্কিত কথা বলবেন না প্লিজ।

গোবিন্দা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘গণপতির পুজা বলে কথা। এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছুই হতে পারে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি। আমি চাই আপনারা সবাই যশ এবং টিনার জন্য প্রার্থনা করুন। আমি গণপতি বাপ্পার কাছে প্রার্থনা করি যে ওরা নিজেদের কাজের জায়গায় সফল হোক। অনেক বেশি নামডাক হোক।

গত ফেব্রুয়ারি মাস থেকেই গোবিন্দা ও সুনীতার ডিভোর্সের খবর শোনা যাচ্ছে। বিচ্ছেদ প্রসঙ্গ যখনই উঠেছে গোবিন্দার আইনজীবী অবশ্য একেবারেই ‘রটনা’ বলে উড়িয়ে দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় হাঁটু পানি মাড়িয়ে শিশুদের স্কুলে যাতায়াত

কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

বৃহস্পতিবার সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

বগুড়ার ধুনটে যমুনার চরের ঘাসে বেচে শতাধিক পরিবারের সংসার চলে

বগুড়ার শাজাহানপুরে বেলজিয়াম কাঠের ছায়াযুক্ত বাগানে ২ হাজার বস্তা আদা চাষ