বগুড়ার আদমদীঘিতে দেয়াল কেটে গরু চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে রওশন আলী নামে এক ব্যবসায়ীর গোয়াল ঘরের দেয়াল কেটে লক্ষাধিক টাকা মূল্যের একটি গাভীন গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলা সদরের শিয়ালশন গ্রামের মৃত ছামসুদ্দিন খন্দকারের ছেলে ব্যবসায়ী রওশন আলী খন্দকারের বাড়িতে।
এ ব্যাপারে আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে ব্যবসায়ী রওশন আলী খন্দকার তার উন্নত জাতের বাচুরসহ ৫টি গরু ইট দিয়ে তৈরী দেয়ালের গোয়াল ঘরে রেখে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে চোরচক্র কৌশলে গোয়াল ঘরের দেয়াল কেটে দুইটি গরু চুরি করে পালানোর সময় স্থানীয়রা টের পেয়ে গরু খোঁজাখুঁজি ও হৈচৈ শুরু করেন।
আরও পড়ুনএসময় চোরচক্র দুর্বল একটি গরু রেখে উন্নতজাতের একটি গাভী নিয়ে যায়। গরুর মালিক রওশন আলী খন্দকারের দাবি, তার চুরি যাওয়া গরুটির মূল্য লক্ষাধিক টাকা হবে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন