দিনাজপুরের নবাবগঞ্জে তিন মাদক কারবারি গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহিলাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫ টায় আমবাড়ী বাজার থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার সহ তাদের গ্রেফতার করা হয়।
নবাবগঞ্জ থানার এস.আই এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রনজয়পুর গ্রামের মৃত দবিরুল ইসলামের ছেলে কবির হোসেন, চকনওদা গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী আমেনা বেগম ও আমেনা বেগমের বাড়িতে বসবাসকারী বুজরুক হরিনা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে হাফিজা বেগম। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আজ রোববার (২৪ আগস্ট) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন