ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

বগুড়ায় অস্ত্র আইনে ফুলতলার নান্টু মিয়ার কারাদণ্ড, ২১ বছরের সাজা

বগুড়ায় অস্ত্র আইনে ফুলতলার নান্টু মিয়ার কারাদণ্ড, ২১ বছরের সাজা

কোর্ট রিপোর্টার : অবৈধভাবে পিস্তল ও গুলি রাখার দায়ে অভিযুক্ত আসামি নান্টু মিয়া (৪২)কে  পৃথক ধারায় মেয়াদি কারাদণ্ডাদেশ হয়েছে। রায়ে বগুড়া শহরতলীর (শাজাহানপুর উপজেলা) ফুলতলার মৃত শুকুর আলী খোকার ছেলে আসামি নান্টু মিয়াকে আগ্নেয়াস্ত্র পিস্তল রাখার দায়ে ২১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ম্যাগজিন ও গুলি রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

উভয় সাজা একত্রে চলবে মর্মে রায়ে উল্লেখ করা হয়েছে। বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল নং- ৩ এর বিচারক দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মোঃ আবু হানিফ আজ রোববার (২৪ আগস্ট) এই মামলার রায় দেন।

উল্লেখ্য, র‌্যাব ১২ বগুড়ার নায়েক সুবেদার জেসিও আকবর আলী গোপন সুত্রে সংবাদ পেয়ে সঙ্গীয় র‌্যাব সদস্যদের নিয়ে গত ২০১৫ সালের ১ জুন ৬ টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলতলায় নান্টু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে ১টি পিস্তল ৩০ রাউন্ড কার্তুজসহ আটক করে। গ্রেফতারকৃত নান্টু মিয়ার শয়ন ঘরে তল্লাসি করে আরও ২ টি পিস্তল, ১১ রাউন্ড কার্তুজ, ৩টি চাপাতি ও চায়নিজ কুড়াল, ২টি ক্রিজ, ২টি ছোড়া, ২টি দা ও একটি মেগগাইভার ছোড়া উদ্ধারসহ জব্দ তালিকামূলে জব্দ করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে র‌্যাব ১২ বগুড়ার তৎকালীন নায়েক সুবেদার জেসিও আকবর আলী বাদি হয়ে শাজাহানপুর থানায় আসামি নান্টু ও জব্দকৃত আলমত থানায় সোপর্দ করে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. এম এ কে ফজলুল হক এবং আসামি পক্ষে এড. শেখ মোঃ রেজাউর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন : লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে সরব প্রার্থীরা

ডুয়েট  প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েসন (ডেজা)-র মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন প্রত্যাখান

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন

বেড়েছে জনসংখ্যা, প্রভাব পড়ছে কৃষি জমির ওপর

ঠাকুরগাঁওয়ে সাত মাসে ২২০ জনের অস্বাভাবিক মৃত্যু

বগুড়ার শেরপুরে আবারো কৃষকের গরু চুরি