ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

কুমার শানুর সঙ্গে অতীত সম্পর্ক নিয়েও আবারও শিরোনামে কুনিক্কা

কুমার শানুর সঙ্গে অতীত সম্পর্ক নিয়েও আবারও শিরোনামে কুনিক্কা

বিনোদন ডেস্কঃ ‘বিগ বস ১৯’–এর ঘরে প্রবেশ করলেন অভিনেত্রী কুনিক্কা সদানন্দ। এন্ট্রিই জমজমাট—কারণ সঞ্চালক সালমান খান মঞ্চেই জানিয়ে দিলেন, তিনি বহু বছর ধরে কুনিক্কাকে চেনেন। দর্শকরা নিশ্চয়ই মনে রেখেছেন, দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘প্যায়ার কিয়া তো ডরনা কিয়া’ এবং ‘হাম সাথ সাথ হ্যায়’–এর মতো ছবিতে। তবে আলোচনায় যেমন তাঁর অভিনয়জীবন, তেমনই বারবার শিরোনামে এসেছে তাঁর ব্যক্তিজীবনের উত্থান-পতন।
 
 
দিল্লি থেকেই কুনিক্কার অভিনয়যাত্রা শুরু। প্রথম বড় সুযোগ পান আসরানির স্ত্রীর হাত ধরে। ছোটপর্দায় স্বাভিমান-এ ১৮ বছরের সন্তানের মায়ের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। পরে বলিউডে পা রেখে খলনায়িকা ও সাহসী চরিত্রে নিজের আলাদা জায়গা তৈরি করেন।
 
 
‘বেটা’, ‘গুমরাহ’, ‘খিলাড়ি’—সবখানেই ছিল তাঁর উপস্থিতি। তবে দর্শকের মনে আজও তিনি অমলিন রাজশ্রীর সুপারহিট ‘হম সাথ সাথ হ্যায়’–এ রীমা লাগুর বন্ধু ‘শান্তি’ হয়ে। দীর্ঘ ২৫ বছরের কেরিয়ারে ১১০টি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
মাত্র ১৮ বছরেই বিয়ে, একক মায়ের সংগ্রামের জীবন কুনিক্কার।
 
মাত্র ১৮ বছর বয়সে দিল্লির এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন কুনিক্কা, বয়সে যিনি ছিলেন তাঁর থেকে ১৩ বছরের বড়। বিয়ের এক বছরের মধ্যে তাঁদের সন্তানের জন্ম হলেও শ্বশুরবাড়ির যৌথ পরিবারে মানিয়ে নিতে না পেরে আলাদা হয়ে যান তিনি। ছেলেকে নিয়ে বেরিয়ে এসে বিচ্ছেদের পথে হাঁটেন। সেখান থেকেই শুরু তাঁর একক মায়ের লড়াই।নব্বইয়ের দশকে কুনিক্কার ব্যক্তিজীবন মিডিয়ায় শোরগোল ফেলে দেয়।
 
 
জনপ্রিয় গায়ক কুমার শানুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। সেই সময়ে শানুর দাম্পত্য ভাঙনের মুখে ছিল, আর কুনিক্কাই হয়ে উঠেছিলেন তাঁর মানসিক ভরসা। তিনি শুধু শানুর সঙ্গীই ছিলেন না, বরং শানুর আর্থিক হিসেব-নিকেশ থেকে শুরু করে পারিবারিক দায়িত্ব—সব কিছুর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে কুনিক্কা নিজেই স্বীকার করেছিলেন, ‘আমি তাঁর কাছে স্ত্রীর মতোই ছিলাম। তাঁকে আমার স্বামী বলে মনে করতাম।’
 
পাঁচ বছর ধরে এই সম্পর্ক টিকে থাকলেও পরিণতি হয়নি সুখকর। শানুর স্ত্রী রীতা ক্ষুব্ধ হয়ে একবার কুনিক্কার গাড়ি ভাঙচুরও করেছিলেন। সেই অশান্তিই শেষ পর্যন্ত দূরত্ব তৈরি করে দেয়। কুনিক্কা-শানুর সম্পর্ক ইতি পড়ে।
এবার সব অতীতকে পেছনে ফেলে বিগ বস ১৯-এর ঘরে নতুন ইনিংস শুরু করলেন কুনিক্কা সদানন্দ। রিয়্যালিটি শোর আলো-ঝলমলে মঞ্চে তাঁর পুরনো লড়াকু সত্তা আবারও সামনে আসবে বলে মনে করছেন ভক্তরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে ড্রাগন চাষে সফল সুরমান আলী

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ জুয়াড়ি গ্রেফতার

মুনমুনের তিন সিনেমা মুক্তির প্রতীক্ষায়

সবজিতে স্বস্তি নেই ক্রেতাদের

পরিবেশ রক্ষায় পোস্টার ছাড়াই নির্বাচনী প্রচারণার ঘোষণা প্রার্থীর

বগুড়ায় এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন