বগুড়ার তালোড়া রেলঘুমটি এলাকায় অস্থায়ী দোকান আর অপরিকল্পিত পার্কিং

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া রেলঘুমটি এলাকায় অস্থায়ী দোকান আর অপরিকল্পিত অটোভ্যান, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা পার্কিংয়ে যানজটে নাকাল সাধারণ মানুষ। উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণে বন্দর নগর তালোড়া অবস্থিত। উপজেলার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক দুপচাঁচিয়া-তালোড়া সড়ক। এই সড়কের গুরুত্বপূর্ণ স্থান তালোড়া বন্দরেই রয়েছে রেলঘুমটি।
সান্তাহার-বগুড়ার মধ্যবর্তী জনগুরুত্বপূর্ণ স্টেশনটি হলো তালোড়া। ব্যস্ততম বগুড়া সান্তাহার এই রেললাইন দিয়ে প্রতিদিন আন্তঃনগর রংপুর, বুড়িমারি এক্সপ্রেসসহ ১৪টি ট্রেন যাতায়াত করে। ফলে বেশিরভাগ সময় রেলঘুমটি বন্ধ রাখা হয়। রেলক্রসিংয়ের সময় রেলঘুমটি বন্ধ রাখায় গুরুত্বপূর্ণ দুপচাঁচিয়া-তালোড়া সড়কে এই রেলঘুমটি এলাকায় দু’পাশে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়।
আবার এই রেলঘুমটি এলাকার দুই পাশে অস্থায়ী ভ্রাম্যমাণ দোকান অটোভ্যান, সিএনজিচালিত ও ইজিবাইকের দখলে থাকায় এবং যত্রতত্র যাত্রী উঠানামা করায় প্রতিনিয়তই যানজট লেগেই থাকছে সেই সাথে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। এদিকে সড়কের দুই পাশ দিয়েই বিভিন্ন মিল কারখানা, ব্যাংক, বীমা, মার্কেট, ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
আরও পড়ুনরয়েছে সরকারি কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান ও পৌরভবন। ফলে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই রেলঘুমটি এলাকা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। জনগুরুত্বপূর্ণ এই রেলঘুমটি এলাকায় গাড়ি পার্কিংয়ের কোন ব্যবস্থা না থাকায় দিনের বেশিরভাগ সময় সড়কের এই রেলঘুমটি এলাকার দু’ধারে পার্কিংয়ের ফলে যানজট লেগেই থাকছে। যাত্রীর পাশাপাশি এলাকাবাসীও অতিষ্ঠ হয়ে উঠেছে। এতে পৌরসভাসহ স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনের নিরবতায় জনমনে নানান প্রশ্নও দেখা দিয়েছে।
মন্তব্য করুন