বগুড়ায় ৫৭৭ বস্তা চালসহ ট্রাক উদ্ধার, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ট্রাকভর্তি ৫৭৭ বস্তা চাল উদ্ধারসহ চাল আত্মসাৎ চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে বগুড়া সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলো-ট্রাকচালক বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাসগ্রাম সোনারপাড়ার হারেজ ড্রাইভারের ছেলে আব্দুর রশিদ (৫২), একই উপজেলার কৈগাড়ী এলাকার শাজাহান আলীর ছেলে ট্রাকের হেলপার সোহেল রানা (৩১) এবং তাদের সহযোগী শেরপুর উপজেলার দড়িমুকুন্দ এলাকার হবিবর কসাইয়ের ছেলে মো. রঞ্জু (৩১)৷
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আজ শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ১৯ আগস্ট দিনাজপুরের হিলি থেকে একটি ট্রাকে ৫৭৭ বস্তা ‘সম্পা কাটারি চাল’ ঢাকার আশুলিয়া নিয়ে যাওয়ার জন্য ট্রাক ভাড়া করা হয়। গত ২০ আগস্ট ট্রাকটি চাল নিয়ে রওয়ানা দেয়। কিন্তু চালক ও হেলপার ট্রাকসহ চাল আত্মসাৎ করে পালিয়ে যায়।
আরও পড়ুনএ ঘটনায় ২২ আগস্ট দিনাজপুরের দেলোয়ার হোসেন নামে এক পরিবহন ব্যবসায়ী বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে গ্রেফতার করে ট্রাক ও চালগুলো উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাল আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক পরিবহনের নামে বিভিন্ন পণ্য আত্মসাৎ করে আসছিল। গ্রেফতারকৃতদের মধ্যে রঞ্জুর নামে ছয়টি, রশিদের একটি এবং সোহেল রানার নামে একটি মামলা বিচারাধীন রয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন