জামায়াত আমিরের শারীরিক অবস্থার আরও উন্নতি, তিন দেশের রাষ্ট্রদূতের সুস্থতা কামনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। সবকিছু অনুকূলে থাকলে আজ তাকে সিআইসিইউ (কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে পক্ষ থেকে হাসপাতালে ফুল পাঠানো হয়েছে। তারা হলেন- বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মুহাম্মাদ ওয়াসিফ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।
তারা জামায়াত আমিরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ। এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চীনের রাষ্ট্রদূত, পাকিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমিরে জামায়াতের সার্বিক অবস্থা উন্নতির দিকে। আজকে সবকিছু ভালো থাকলে সিআইসিইউ থেকে কেবিনে শিফট করা হতে পারে, ইনশাআল্লাহ।
তবে তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমিরের পূর্ণ বিশ্রামের প্রয়োজন রয়েছে। তাই কেবিনেও সাক্ষাৎকার বা ব্যক্তিগত সাক্ষাৎ একেবারেই নিষিদ্ধ। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে তিনি বলেন, সকলকে হাসপাতালে না এসে দুয়ারে দুয়ারে দোয়ার দরখাস্ত রইলো। এর আগে, গত ৩ আগস্ট সকালে ডা. শফিকুর রহমানের অবস্থা উন্নতি হওয়ায় তার ভেন্টিলেটর খুলে দেওয়া হয়। একই দিন দুপুরে তিনি নিজে খাবার গ্রহণ করেন। চিকিৎসকদের ভাষ্য, তার সব ক্লিনিকাল প্যারামিটার এখন স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুনদলের শীর্ষ নেতার সুস্থতার এই অগ্রগতিতে জামায়াতসহ বিভিন্ন মহলে স্বস্তি ফিরে এসেছে। নেতাকর্মীরা দেশবাসীর কাছে তার দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন